একের পর এক দেশ ক্রিকেট সিরিজ বাতিল করে চলেছে। কেউ পাকিস্তানের মাটিতে খেলতে চায় না। পরিস্থিতি সামাল দিতে, পাকিস্তানের প্রাক্তন সফল অধিনায়ক এবং এখনকার প্রধানমন্ত্রী ইমরান খান মুখোমুখি হলেন পাক ক্রিকেটারদের। কথা বললেন স্বভাবসিদ্ধ মেজাজে।
আরও পড়ুন: নাম না করেই পাকিস্তানের নিশানায় ভারত, রামিজের তালিকায় ইংল্যান্ড, নিউজিল্যান্ডও
‘ঘাবড়ানা নেহি হ্যায়’। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এটি একটি অতি প্রিয় ডায়লগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট দলের সকলকে ডেকে সেইসব কথাই আবারও শোনালেন তিনি। এখনকার সব ঘটনায় মনোবল না হারিয়ে বরং বাবর আজমদের কোণঠাসা সিংহের মতো ভয়ডরহীন হয়ে দুর্দান্ত খেলার কথাই বলেন ইমরান।
সংযুক্ত আরব আমিরশাহিতে অক্টোবর-নভেম্বরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দেশের ক্রিকেটারদের মনোবল বাড়ানোর জন্য উদ্যোগ নেন, পিসিবি’র নয়া চেয়ারম্যান রামিজ রাজা।সেই পরিকল্পনামাফিক ইমরান খান নিজের কার্যালয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট দলের ক্রিকেটারদের সাথে সময় কাটান। সেখানে পিসিবি’র চেয়ারম্যান রমিজ রাজাও উপস্থিত ছিলেন।
Pakistan Team at PM House.#ImranKhan#BabarAzam#PriceOfAbsolutelyNot#PakistanZindabad pic.twitter.com/TMNMZp8eMo
— Sadia Badamian ??????? (@sadiayounas77) September 22, 2021
নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল হওয়া সত্ত্বেও খেলোয়াড়দের বিশ্বকাপের আগে মনের জোড় ধরে রাখার পরেমর্শ দেন ইমরান। তিনি বলেন, বরং এই পরিস্থিতিতে খেলোয়াড়দের তাদের পারফরম্যান্সের মাধ্যমে প্রতিশোধ নেয়া উচিত।
তিনি এই সময়-১৯৯২ সালের বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে দিয়ে বাবর আজমকে বলেন, তাঁকেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। আর সিংহের মতো দাপটে খেলতে হবে। জানা যাচ্ছে, ইমরান পিসিবি চেয়ারম্যান রামিজকে টি-টোয়েন্টি দলে কিছু পরিবর্তন আনার কথাও বলেছেন।
Prime Minister Imran Khan has asked PCB Chairman Ramiz Raja to revise the T20 World Cup squad.
•What changes would you like to see in the squad❓ #ImranKhan | #Pakistan | #cricket #CricketRoom pic.twitter.com/VLjW7l4WWt
— Cricket Room (@cricketroom_) September 23, 2021
এমন একটি মোটিভেশন সেশন শেষে সিনেটর ফয়সাল জাভেদ বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রিকেটারদের ভারতের বিরুদ্ধে ভয়ডরহীন ক্রিকেট খেলতে বলে্ছেন। এবং প্রতিদ্বন্দ্বী দলের দেওয়া সব সুযোগকে কাজে লাগাতে বলেছেন। ইমরান বলেন, ক্রিকেটাররা কেবল কঠোর পরিশ্রমই করতে পারে এবং এর জন্য পুরস্কার যিনি দেবেন তিনি স্বয়ং -আল্লাহ তাআলা’।
এখনকার প্রধানমন্ত্রী ইমরান খান, তাঁর ক্রিকেটার জীবনে ১৯৯২ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দলের নেতৃত্ব দিয়েছিলেন।পাক দল চ্যাম্পিয়ন হয়েছিল সেবার। ওয়ানডে ক্রিকেটে সেটিই ছিল পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়।
উল্লেখ্য,ক’দিন আগেই নিউজিল্যান্ড দল রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তাদের সিরিজ বাতিল করে দেয় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে। এরপর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও পাকিস্তান সফর শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে তা বাতিল করে দিয়েছে।নয়া সংযোজন-বাংলাদেশ। এমনসব ঘটনায় বড় ধরনের মানসিক ধাক্কা খায় পাকিস্তান টিম। তাই, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাস বাড়াতে তাঁদের সঙ্গে সময় কাটেলেন ইমরান খান।
ছবি:সৌ-টুইটার