স্বস্তি ইংল্যান্ডে ভারতীয় শিবিরে। হোম আইসোলেশনে ১০ দিনে কাটিয়ে ফেললেন ঋষভ পন্থ। এবং আবার কোভিড টেস্ট হল। নেগেটিভ রিপোর্ট মিলেছে। ভারতীয় শিবিরে ২১জুলাই যোগ দেবেন পন্থ। তাই ২০ জুলাই থেকে কোহলিদের তিনদিনের প্রস্তুতি ম্যাচে পন্থ খেলতে পারছেন না। তাঁর বদলে উইকেটকিপিং করতে দেখা যাবে কে এল রাহুলকে।
ডারহ্যামে আছে টিম ইন্ডিয়া। কোহলি – শাস্ত্রীরা নিয়মিত প্রস্তুতি সারছেন সেই ১৪ জুলাই থেকে।
ঋষভ পন্থ-আশা করা যায়,২২ জুলাই থেকে মাঠে ফিরবেন। পরের প্রস্তুতি ম্যাচ ২৮ জুলাই। সেই ম্যাচে খেলতে পারবেন বলে আশা করা যায়।
ভারত – ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে মঙ্গলবারই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে কোহলি বাহিনী। এই ম্যাচটি তিনদিনের। প্রতিপক্ষ কাউন্টি সাইড ইলেভেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারার পর ভারতীয় দল আবার একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামছে। ২৮ জুলাই আরও একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তারপর ৪ অগস্ট প্রথম টেস্ট। ভারত পাঁচ ম্যাচের এই সিরিজ দিয়েই শুরু করবে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই।
ভারত এই তিনদিনের প্রস্তুতি ম্যাচে পাবে না ওপেনার শুভমন গিল। তিনি চোটের কারণে ছিটকে গেছেন। তাঁর বদলে খেলতে দেখা যাবে আরেক ওপেনের মায়াঙ্ক আগরওয়ালকে। রোহিতের সঙ্গী হবেন তিনি। উইকেটকিপার – ব্যাটসম্যান রাহুল আসবেন মিডল অর্ডারে।
আবহাওয়া:
ডারহ্যামের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
পিচ রিপোর্ট:
চেস্টার – লে – স্ট্রিট উইকেট টেস্ট উইকেটের মতোই হবে। শুরুতে পেসাররা সাহায্য পাবেন। কিন্তু ব্যাটসম্যান সহায়ক উইকেট।
সম্ভাব্য ভারতীয় দল:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ( অধিনায়ক), অজিঙ্কা রাহানে, কে এল রাহুল ( উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ।
শ্রীলঙ্কায় রাহুল-শিখরের ভারত:
তিন ম্যাচের সিরিজে ১-০ ম্যাচে এগিয়ে ভারত। রবিবার কলম্বোর যে মাঠে শ্রীলঙ্কাকে ৮০ বল বাকি থাকতে , ৭ উইকেটে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া – সেই মাঠেই মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুরে নিতে চায়। শ্রীলঙ্কা অবশ্য অমনভাবে ম্যাচ হেরে বেশ চাপে আছে। বোর্ড চাপে ক্রিকেটারদের সঙ্গে আর্থিক চুক্তি নিয়ে বনিবনা না হওয়ায়। লঙ্কা দল ব্যাটিং আরও শক্তিশালী করতে চাইবে। ভারতীয় দল অপরিবর্তিত থাকবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।
ছবি:সৌ-টুইটার।