অ্যাথলিটরা পৌঁছে গিয়েছেন| চলছে জোরকদমে প্রস্তুতি| সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণও| এমন পরিস্থিতিতে শেষ মহূর্তে অলিম্পিক বাতিল হবে না তো| সেই সম্ভাবনাই উষ্কে দিলেন খোদ টোকিও অলিম্পিক কমিটির প্রধান|
কঠিন বিধি-নিষেধ| দর্শকহীন গ্যালারি এবং ক্লোজড ডোর প্রতিযোগিতা| করোনা এড়াতে বিভিন্ন নিয়ম মেনে অলিম্পিক খেলার ব্যবস্থা করা হয়েছে|
তবুও করোনাকে রোখা সম্ভব হচ্ছে না| অলিম্পিক শুরুর ৭২ ঘন্টা আগেই করোনার শিকার প্রায় ৭০ জন| করোনা হানা দিয়েছে অলম্পিক ভিলেজেও| বেশ কিছু দেশের অ্যাথলিট, কোচেরা আক্রান্ত হয়েছেন|
মঙ্গলবার সকালেই করোনার শিকার হয়েছেন অলম্পিক ভিলেজের প্রথম ভলিন্টিয়ার| ৭জন কনট্র্যাক্টর কর্মীও| এছাড়া বেশ কিছু অফিসলিয়ালসও করোনায় আক্রান্ত| একইদিনে চেক প্রজাতন্ত্র শিবিরের বিচ ভলি দলের কোচও করোনার শিকার|
টোকিও শহরেও উর্ধ্বমুখী করোনার গ্রাফ| এমন সময় অলিম্পিক বাতিল নিয়ে যে প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবিক| টোকিও অলিম্পিক কমিটির প্রধানকে মুখোমুখি হতে হয় এমনই নানা প্রশ্নের|
আর সেই সম্ভাবনাকেই তিনি তশিরো মিউতো একেবারে উড়িয়ে দিতে পারছেন না| তাঁর জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা কোন দিকে যাচ্ছে তা এখনই বোঝা সম্ভব নয়| তবে আমরা আলোচনা চালাচ্ছি|
পরিস্থিতির ওপর নজর থাকার পাশাপাশি, আলোচনা যে শুরু হয়ে গিয়েছে তা বেশ স্পষ্ট| পরিস্থিতি বুঝেই সিদ্ধন্ত হয়ত নিতে চাইছেন তারা|
আর এতেই নতুন চিন্তা শুরু হয়ে গিয়েছে| করোনার বাড় বড়ন্তে গতবছর শেষ পর্যন্ত অলিম্পিক পিছিয়ে দিতে হয়েছিল| এবার আয়োজন চললেও, ফের পরিস্থিতি খারাপের দিকে| শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার|