অলিম্পিক শুরু হতে বাকি আর মাত্র সাতদিন| তার আগে ফের বদল নিয়মে| করোনা সংক্রমণ রুখতে আর কঠোর বিধি-নিষেধ আরোপ অলিম্পিক কমিটির|
প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়টুকু বাদ দিয়ে আর কখনও মাস্ক খুলতে পারবেন না অ্যাথলিটরা| সবসময় মাস্ক পড়ে থাকতে হবে অফিসিয়ালস ও ভলিন্টিয়ার্সদের|
তোলা যাবে না গ্রুপ ফটো থেকে কোনওরকম সেলফি| এমনকি পোডিয়ামেও উঠতে হবে মাস্ক পড়েই| সেইসঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং মানা যায় এমনভাবেই পোডিয়াম তৈরির ব্যবস্থা শুরু হয়েছে|
নানান টাল-বাহানার পর শেষপর্যন্ত টোকিওয় অলিম্পিক হচ্ছে| প্রস্তুতি প্রায় সম্পূর্ণ অ্যাথলিটদের| কিন্তু দিন যত এগিয়ে আসছে ততই যেন জোরালো থাবা বসাচ্ছে করোনা|
গতকালই টোকিওয় কয়েকজন হোটেল কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন| বৃহস্পতিবারই বেশকিছু অ্যাথলিট সহ অলিম্পিকের কয়েকজন অফিসিয়ালস আবার করোনায় আক্রান্ত হয়েছেন| তাতেই চিন্তার ভাঁজ টোকিও অলিম্পিক কমিটির কর্তাদের কপালে|
সময় নষ্ট না করে শীঘ্র অলিম্পিকের বিধি-নিষেধ আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে তারা| অ্যাথলিটদের পাশাপাশি স্টেডিয়ামে কর্তাদেরও মানতে হবে সমস্ত নিয়ম| প্রতিযোগিতা চলাকালীন ফেডারেশন এবং আইওসি-রও মাত্র একজন করেই সদস্য থাকতে পারবেন স্টেডিয়ামে|