প্যারিস: প্রায় বিনা বাধায় ফরাসি ওপেনের (French Open 2023) তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। কেরিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জয়ের লক্ষে দ্বিতীয় রাউন্ডে হাঙ্গেরির মার্টন ফুকসোভিক্সকে ৭-৬ (২), ৬-০, ৬-৩ ফলে হারালেন সার্বিয়ান টেনিস তারকা। শুরুতে প্রতিদ্বন্দ্বিরা মুখে পড়েন এটিপি ক্রমতালিকায় (ATP Ranking) তিন নম্বরে থাকা জকোভিচ। টাইব্রেকার প্রথম সেট জেতার পর ফের স্বমহিমায় দেখা যায় তাঁকে। দ্বিতীয় সেটে একটা গেমও হারেননি তিনি। জয় মোটামুটি সহজে এলেও বিতর্কে জড়িয়েছেন ‘জোকার’।
প্রথম রাউন্ডের ম্যাচ জিতে ক্যামেরার লেন্সের উপর ‘কসোভো সার্বিয়ার হৃদয়, হিংসা বন্ধ করুন’ লিখে দেন জকোভিচ। তাঁর এই বার্তা ভালোভাবে নেয়নি ফরাসি সরকার। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলিয়ে আউদি-কাস্তেরা জকোভিচের এই কাজের নিন্দা করেন। তিনি বলেন এই বার্তা খুবই ‘রাজনৈতিক’ এবং জকোভিচের এর মধ্যে না জড়ানোই ভালো। ক্রীড়ামন্ত্রী আরও জানান, ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টের ডিরেক্টর অ্যামেলি মাউরেসমো এ ব্যাপারে টেনিস তারকার সঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুন: Europa League | মোরিনহোর রোমাকে হারিয়ে সপ্তমবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া
আসরে নেমে পড়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনও (International Tennis Federation)। তারা বলছে, রাজনৈতিক মন্তব্য করা যাবে না, গ্র্যান্ড স্ল্যামের নিয়মাবলিতে এমন কিছুই লেখা নেই। অর্থাৎ সার্বিয়ান তারকার পক্ষেই রয়েছে ফেডারেশন। জকোভিচ অবশ্য এ নিয়ে আর কোনও উচ্চবাচ্য করেননি। বরং ম্যাচ নিয়ে তিনি বললেন, প্রথম সেটে বেশ রেষারেষি ছিল। দ্বিতীয় সেটে আমার সেরা খেলাটা খুঁজে পাই, তৃতীয় সেটেও। শেষ পর্যন্ত আমার খেলায় আমি খুশি।
তৃতীয় রাউন্ডে বিশ্বের ২৯ নম্বর স্পেনের আলেয়ান্দ্রো দাভিদোভিচ ফোকিনার মুখোমুখি এই টুর্নামেন্টের তৃতীয় বাছাই জকোভিচ। এদিকে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) তৃতীয় রাউন্ডে উঠলেন সামান্য হোঁচট খেয়ে। জাপানের তারো ড্যানিয়েলকে ৬-১, ৩-৬, ৬-১, ৬-২ সেটে হারালেন তিনি। তৃতীয় রাউন্ডে আলকারাজের সামনে কানাডার ডেনিস শাপোভালোভ। টেনিস সার্কিটে ‘নতুন নাদাল’ নামে পরিচিত ২০ বছরের ছেলেটি জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে। লাল মাটির কোর্টে (Clay Court) তিনি এ বছর যথেষ্ট সাফল্য পেয়েছেন। বার্সেলোনা এবং মাদ্রিদে জিতেছেন, তবে সেসব গ্র্যান্ড স্ল্যাম নয়।