স্পোর্টস ডেস্ক: এজবাস্টন টেস্টে (Edgbaston Test) খেলছেন না জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। প্রথম টেস্টের পর সাতদিন বিশ্রাম পাওয়া সত্ত্বেও খেলানো হল না তাঁকে। টসের সময় ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) জানালেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তৃতীয় টেস্টে ফিরবেন তিনি।
বুমরার জায়গায় খেলছেন আকাশ দীপ (Akash Deep)। বাংলার হয়ে রঞ্জি খেলা ডানহাতি পেসারের কাঁধে অনেকটা দায়িত্ব। পেস বিভাগে তাঁকে সঙ্গ দেবেন অভিজ্ঞ মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। মাত্র একটা সুযোগ দিয়ে বসিয়ে দেওয়া হল সাই সুদর্শনকে (Sai Sudarshan)। খাঁটি ব্যাটারের জায়গায় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) খেলানো হল।
আরও পড়ুন: বুমরা খেলবেন? এজবাস্টনে ভারতের একাদশ কী হবে?
🚨 Toss and Team Update 🚨
England win the toss and elect to bowl in the 2nd Test in Edgbaston.
Three changes for #TeamIndia
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND pic.twitter.com/fGmkOLai7x
— BCCI (@BCCI) July 2, 2025
বাদ পড়েছেন শার্দূল ঠাকুরও। তাঁর জায়গায় খেলছেন নীতীশ কুমার রেড্ডি, যিনি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে নজর কেড়েছিলেন। এই কম্বিনেশনে চারজন পেসার এবং দু’জন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজাতে পারবে ভারত। ইংল্যান্ডের দল অপরিবর্তিত রয়েছে, জফ্রা আর্চার স্কোয়াডে ফিরলেও প্রথম এগারোয় সুযোগ পাননি। টসে জিতে বোলিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
এজবাস্টনে ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।
দেখুন অন্য খবর: