প্যরালিম্পিক্সে ফের পদক| এবার পুরুষদের হাইজাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার| ভাবীনাবেনের পর টোকিওয় ইতিহাস গড়লেন তিনিও| ফাইনালে ২.৬ মিটার জাম্প দিয়ে রুপো জিতে নিলেন তিনি|
রবিবার সকালেই রুপো জিতে রেকর্ড গড়েছিলেন ভাবীনাবেন| এদিনই বিকেলে পুরুষদের হাইজাম্পে নেমেছিলেন তিনি| শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন| ফাইনালে হাড্ডহাড্ডি লড়াই করে প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসাবে রুপো জিতে নিলেন তিনি|
আমেরিকার রডরিক এবং ওয়াইস ডালাসের থেকে মাত্র কয়েক পয়ন্টে পিছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি| সেইসঙ্গেই রুপোর পদক গলায় তোলেন এই অ্যাথলিট|
জাতীয় ক্রীড়াদিবসে জোড়া পদক এল ভারতের| উচ্ছ্বসিত সকলে| ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে সোশ্যাল সাইটে|