রাওয়ালপিণ্ডি: হামলার হুমকি৷ নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে সিরিজ বাতিল করল নিউজিল্যান্ড৷ ক্রিকেটারদের দেশে ফেরানোর কাজ শুরু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের৷ কনওরকম ঝুঁকি নিতে নারাজ তারা৷
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে এসেছিল নিউজিল্যান্ড৷ নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে ছিল তিনটি একদিন ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ৷ প্রথম একদিনের ম্যাচ ছিল রাওয়ালপিন্ডিতে৷
শুক্রবার প্রথম ম্যাচে নামার আগেই নিইজিল্যান্ড গোয়েন্দা অফিসাররা ক্রিকেট বোর্ডকে হামলার আশঙ্কা সম্বন্ধে জানিয়ে দিয়েছিল৷ সেই খবর পাওয়ার পরই আর দলকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাননি তারা৷
ক্রিকেটারদের হোটেল থেকে মাঠে যেতে পর্যন্ত বরাণ করা হয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তরফে৷ এরপরই গোটা সফর বাতিল করার সিদ্ধান্ত নেন তারা৷ ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই বাতিল সরার সিদ্ধান্ত নেওয়া হয়৷
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, ‘ক্রিকেটারদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ ক্রিকেটাররা সুরক্ষিতই রয়েছেন৷ এখন তাদের তাড়াতাড়ি দেশে ফেরানোর তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে’৷ ক্রিকেটাররা সুরক্ষিত ভাবে দেশে ফিরে আসলেই এখন স্বস্তি পান নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তারা৷ সেইসঙ্গে সিরিজ এমনভাবে বাতিল করার জন্য তারাও খানিকটা হতাশ৷
The BLACKCAPS are abandoning their tour of Pakistan following a New Zealand government security alert.
Arrangements are now being made for the team’s departure.
More information | https://t.co/Lkgg6mAsfu
— BLACKCAPS (@BLACKCAPS) September 17, 2021
অন্যদিকে হামলার আশঙ্কা মানতে নারাজ পাকিস্তান৷ পাকিস্তান বোর্ডের দাবি, ‘ম্যাচের আগে পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনওরকম সমস্যা ছিল না৷ কিন্তু হঠাৎই ম্যাড সহ সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ এতে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা হতাশ হয়েছে’৷
The security officials with the NZ team have been satisfied with security arrangements made by the Govt of Pakistan throughout their stay here. 3/4
— Pakistan Cricket (@TheRealPCB) September 17, 2021
PCB is willing to continue the scheduled matches. However, cricket lovers in Pakistan and around the world will be disappointed by this last minute withdrawal. 4/4
— Pakistan Cricket (@TheRealPCB) September 17, 2021
শোনাযাচ্ছে পাকিস্তান নাকি শেষপর্যন্ত ম্যাচ করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিল৷ পাক প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফোন পর্যন্ত করেন, কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সামান্য ঝুঁকিও নিতে নারাজ নিউজিল্যান্ড৷
যদিও কী ধরণের হামলার আশঙ্কা রয়েছে, তা অবশ্য জানানো হয়নি নিউজিল্যান্ডের বোর্ডের তরফে৷