পাকিস্তানের বিরুদ্ধে খেলা বাতিল করল নিউজিল্যান্ড| কিন্তু সোশ্যাল সাইটে ট্রেন্ডিং হলেন ওসামা ও দাউদ| শুক্রবার হঠাত্ই সোশ্যাল সাইট দেখে অনেকেই চমকে ওঠেন| হঠাত কী এমন হল যে ট্রেন্ডিংয়ে উঠে এল এমন দুজনের নাম|
সোশ্যাল সাইটে চোখ বোলানোর পরই আসল রহস্যের সমাধান| না এই দুজন কিছু করেনি| বলা ভাল লাদেন তো বহু আগেই মারা গিয়েছেন| তবুও কেন ট্রেন্ডিং| এই প্রশ্নের উত্তর একটাই| পাকিস্তানকে সমর্থন করা বেশকিছু প্রাক্তন ক্রিকেটারদের ট্রোলিং করার জের এই ট্রেন্ডিং|
নেটিজেনদের ট্রেলিংয়ের ঝড়ে সোশ্যাল সাইটে বহুদিন পর ফের ট্রেন্ডিংয়ে দুই কুখ্যাত| পাকিস্তানকে সাপোর্ট করেছেন মাইকেন ভন| খেলা হওয়া উচিত বলেই দাবি করেছিলেন তিনি| এটুকুরই অপেক্ষায় ছিলেন নেটিজেনরা|
শুরু ট্রোলিং| পাকিস্তানই বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা| লাদেনের সেই বিখ্যাত মন্তব্য তুলে ধরে ভনকে ট্রোল করা শুরু| কেউ কেউ আবার নিউজিল্যান্ড দলকে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তা বেষ্টনীর ছবি তুলে ভনকে নিশানা করে|
Such a shame for Pakistan Cricket .. These late call offs will damage the game hugely financially .. Hopefully security issues can be resolved to allow cricket to be played again in Pakistan .. !!
— Michael Vaughan (@MichaelVaughan) September 17, 2021
একই অবস্থা শোয়েব আখতারেরও| তাঁকেও নিরাপত্তা নিয়ে নানান ভাবে নিশানা করতে থাকেন নেটিজেনরা| আর তাতেই ম্যাচ বাতিল ঘিরে ট্রেন্ডিংয়ে ওসামা ও দাউদ|
NZ just killed Pakistan cricket ??
— Shoaib Akhtar (@shoaib100mph) September 17, 2021