অলিম্পিকে সোনা জয়ের পরই ঘোষণা হয়ে গিয়েছিল| মাহিন্দ্রা এক্সইউভির ৭০০-র প্রথম গাড়ির চাবিটা উঠবে নীরজ চোপড়ার হাতে| ভারতের বুকে এমন টেকনোলজির গাড়ি নেই বললেই চলে| এরপর থেকেই উতসাহটাও সকলের বাড়তে শুরু করেছিল|
অবশেষে শনিবার প্রকাশ্যে এল মাহিন্দ্রার এক্সইউভি সেভেন হান্ড্রেড| আর প্রথম লুকেই নজর কাড়ল সকলের|
https://twitter.com/MahindraXUV700/status/1426548678500573193
নীরজের বাড়ির গ্যারাজে কী গাড়ি থাকতে চলেছে| সেই কৌতূহল মিটল শনিবার| অত্যাধুনিক এই গাড়িতে রয়েছে টেকনোলজির সম্ভার| গোটা গাড়িটিতেই স্বয়ং নিয়ন্ত্রিত ব্যবস্থা| রয়েছে গাড়ি চালকের মুড বুঝে চলারও প্রযুক্তি|
আরও পড়ুনঃ রাষ্ট্রপতির চা চক্রে অলিম্পিয়ানরা
এছাড়া থ্রিডি সাউন্ড সিস্টেমের পাশাপাশি রয়েছে জিপ জ্যাপ জুম| কেবিন এয়ার ফিল্টারের প্রযুক্তিও রয়েছেন নীরজ চোপড়ার নতুন গাড়িতে| অটোমেটিক এসি সিস্টেমের সঙ্গে রয়েছে অত্যাধুনিক এলইডি লাইট|
অলিম্পিকে সোনা জয়ের পর নীরজ চোপড়ার হাত যে ভরে উঠবে এতো সকলেরই জানা| স্বাধীনতা দিবসের আগেই নীরজের নতুন গাড়ির লুকস মন জিতে নিল সকলের|