মলদ্বীপ: আকাশ হোক কি জল| জ্যাভলিন এখন নিত্যসঙ্গী নীরজ চোপড়ার| যেখানেই যাচ্ছেন, জ্যাভলিন থ্রো প্র্যাকটিস থামছে না অলিম্পিকের মঞ্চে ভারতের প্রথম সোনাজয়ী অ্যাথলিটের| নিজেই অবশ্য বলছেন সেকথা| আকাশ, মাটি কিংবা জল, তাঁর ভাবনায় সবসময়ই রয়েছে জ্যাভলিন|
আপাতত মলদ্বীপে ছুটি কাটাচ্ছেেন তিনি| সেখানেই জলের তলায় জ্যাভলিন থ্রো করছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া| যা দেখে যেমন অবাক সকলে, তেমন আপ্লুতও অনকে|
টোকিও অলিম্পিকে ভারতীয়দর দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে তাঁর হাতে| মিলখা সিং, পিটি উষা-রা ভগ্নাংশের বিচারে যেখান থেকে খালি হাতে ফিরে এসেছেন| সেই অলিম্পিকের মঞ্চেই স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে সোনা জিতেছেন তিনি| জ্যাভলিন থ্রোয়িংয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনার মেডেল গলায় তুলেছিলেন নীরজ|
Aasman par, zameen pe, ya underwater, I'm always thinking of the javelin!
PS: Training shuru ho gayi hai ?? pic.twitter.com/q9aollKaJx
— Neeraj Chopra (@Neeraj_chopra1) October 1, 2021
সেই সোনার থ্রোই এবার জলের তলায়| টোকিওর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঠিক যে ভঙ্গিমায় জ্যাভলিন থ্রো করেছিলেন| তারই মিমিক্রি মলদ্বীপের সমুদ্রের গভীরেও করে দেখালেন তিনি| সেখানেই লিখেছেন, আকাশ হোক কি মাটি কিংবা জল, আমি সবসময় জ্যাভলিন নিয়েই ভাবি| প্রস্তুতি শুরু হয়ে গেল|
মলদ্বীপে খোশ মেজাজেই রয়েছেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার| মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেই শুরু হবে কমোনওয়েলথ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি|