স্পোর্টস ডেস্ক: অধরা মাধুরীর স্পর্শ পেলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দীর্ঘদিন ধরে যার আকাঙ্ক্ষায় ছিলেন, সেই ৯০ মিটার দূরত্বে উড়ে গেল তাঁর জ্যাভেলিন (Javelin)। দোহায় ডায়মন্ড লিগে (Doha Diamond League) তাঁর বর্শা অতিক্রম করল ৯০.২৩ মিটার। প্রথম ভারতীয় হিসেবে এই সাফল্য পেলেন নীরজ। আর সারা বিশ্বে তিনি ২৫তম ব্যক্তি হিসেবে এই আইকনিক দূরত্ব পার করলেন।
২৭ বছর বয়সি ভারতীয় তারকা অ্যাথলিট বহুবার ৯০ মিটারের কাছাকাছি গিয়েছেন, এর আগে তাঁর সেরা থ্রো ছিল ৮৯.৯৪ মিটার দূরত্বের, তিন বছর আগে স্টকহোমের ডায়মন্ড লিগে।
আরও পড়ুন: আর্জেন্টিনার জাতীয় দলে ফিরলেন লিয়ো
শুক্রবার দোহায় প্রথম থ্রো-তেই ৮৮.৪৪ মিটার পার করে দেন ভারতের সোনার ছেলে। ওই থ্রো-এর মাধ্যমে টোকিয়ো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (Tokyo World Athletics Championship) যোগ্যতা অর্জন করে ফেলেন। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী অ্যান্ডারসন পিটার্স ৮৫.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় হন আর ৮৪.৬৫ মিটার দূরে ছুড়ে তৃতীয় স্থানে থাকেন কেশর্ন ওয়ালকট।
Neeraj Chopra joins the 90M 𝐂𝐋𝐔𝐁 🔥 👏 🇮🇳 Neeraj Chopra finally broke the 90m barrier for the first time in his career, with a throw of 90.23 at the Doha Diamond League. #NeerajChopra pic.twitter.com/zopYfa45Xk
— Doordarshan Sports (@ddsportschannel) May 16, 2025
নীরজের দ্বিতীয় থ্রো ফাউল হয়ে যায়, তবে অন্যেরা কেউই তাঁর প্রথম থ্রোয়ের দূরত্ব পেরতে পারেননি। তৃতীয় থ্রো-তে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। নীরজের বর্শা মাটিতে গেঁথে যেতেই তিনি বুঝতে পারেন, ৯০ মিটার পেরিয়ে গিয়েছে। তবে বিরাট উচ্ছ্বাস দেখাননি তিনি, হাসিমুখে মাথা নাড়লেন তিনি। চোখেমুখে যেন স্বস্তির ছাপ স্পষ্ট।
চতুর্থ প্রচেষ্টায় ৮০.৫৬ মিটার দূরে যায় নীরজের জ্যাভেলিন। পঞ্চম থ্রো ফাউল হয়ে যায় এবং তাঁর শেষ থ্রো যায় ৮৮.২০ মিটার দূরে। প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে রুপো জেতার পর বিশ্বরেকর্ডের অধিকারী কিংবদন্তি জ্যাভেলিন থ্রোয়ার য়ান এলেয়েনের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন নীরজ।
দেখুন অন্য খবর: