কলকাতা: রাশিয়ান কোচের হাত ধরে প্রথম ট্রফি জয়ের সামনে মহমেডান স্পোর্টিং৷ বেঙ্গালুরু ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়ে ডুরান্ডের ফাইনালে পৌঁছল ময়দানের ব্ল্যাক প্যান্থার্সরা৷ মরশুমের প্রথম ট্রফি জয়ের থেকে এখন আর এক ম্যাচ দূরে দাঁড়িয়ে সাদা-কালো ব্রিগেড৷
বহুদিন পর ফের প্রিয় দলকে তাতাতে মাঠে আসতে পেরেছিলেন মহমেডান সমর্থকরা৷ ম্যাচ ঘিরে তাদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে৷ ম্যাচ শুরুর আগে হঠাৎই যুবভারতীর আলো বিভ্রাট৷ উদ্বেগ ছড়়ালেও, সেই সমস্যা অবশ্য বেশিক্ষণের ছিল না৷ নির্ধারিত সময়ের থেকে ১২ মিনিট পরে শুরু হয় খেলা৷
ম্যাচ শুরুর ১ মিনিটের মধ্য পিছিয়ে পরে মহমেডান৷ বেঙ্গালুরুর হয়ে গোল করেন পেদ্রো মাঞ্জি৷ যদিও সেই বেশিক্ষণের ছিল না বেঙ্গালুরুর কোচের৷ ৯ মিনিটেই দলের মার্কাস জোসেফের গোলে সমতায় ফেরে সাদা-কালো ব্রিগেড৷ ৩৮ মিনিটে ফয়জাল আলির গোল৷ এগিয়ে যায় মহমেডান৷ সেইসঙ্গে যুবভারতীর গ্যলারিতে শুরু উচ্ছ্বাসও৷
কিন্তু অত সহজে হাল ছাড়ার দল বেঙ্গালুরুও ছিল না৷ ম্যাচের ৭৮ মিনিটে কিংশুক দেবনাথের গোলে ফের ম্যাচে ফেরে বেঙ্গালুরু৷ নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ২-২ গোলে৷
খেলা গড়ায় অতিরিক্ত সময় পর্যন্ত৷ ঘরের মাঠে মহমেডানকে আর আটকাতে পারেনি বেঙ্গালুরু ডিফেন্ডাররা৷ অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ব্রেন্ডনের গোলে ফাইনালের দিকে প্রথম ধাপটা বাড়ায় মহমেডান৷
বিরতির পর সেই মার্কাস জোসেফ৷ তবে এবার আর তিনি গোল করেননি৷ তিনি করিয়েছেন৷ তাঁর বাড়ানো পাস থেকেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন নিকোলা৷ সেইসঙ্গেই ফাইনালের ছাড়পত্রও পাকা করে নেয় মহমেডান স্পোর্টিং৷
কলকাতা লিগ জয়ের আশা এখনও অনেক দূর৷ তার আগে ডুরান্ডের ফাইনালে পৌঁছে গিয়েছে মহমেডান স্পোর্টিং৷ আজহারউদ্দিন, শেখ ফৈয়াজদের স্বপ্ন এখন ডুরান্ড জয়৷