কল্যাণী: ভবানীপুরের বিরুদ্ধে গোলের বন্যা| ৭-০ গোলে ভবানীপুরকে গুড়িয়ে কলকাতা লিগের সেমি ফাইনালে পৌঁছল মহমেডান স্পোর্টিং| মরসুমের প্রথম খেতাব জিততে আর মাত্র দু ধাপ দূরে দাঁড়িয়ে ময়দানের ব্ল্যাক প্যান্থার্সরা|
ডুরান্ড ফাইনালে শেষ মুহূর্তের গোলে এফসি গোয়ার কাছে হেরে গিয়েছিল মহমেডান| সেই হতাশা কাটিয়ে এখন আবার স্বমহিমায় চেরনিশেভের দল| কোয়ার্টার ফাইনালে নামার আগে আইএফএ-র সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন মহমেডান কর্তারা| একসময় দল তুলে নেওয়ার কথাও শোনা গিয়েছিল| যদি শেষ পর্যন্ত মহমেডানেরই জয় হয়|
শনিবার ভবানীপুরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেমেছিল মহমেডান| এবারের কলকাতা লিগে ভবানীপুরও ভাল ছন্দেই ছিল| কিন্তু মহমেডানের সামন দাঁড়াতেই পারল না তারা|
ম্যাচ শুরুর ২ মিনিট থেকে মহমেডানের ঝড় শুরু হয়| শুরুতেই পেনাল্টিও পেয়ে যায় মহমেডান| কিন্তু মার্কাস তা জালে জড়াতে ব্যর্থ হন| ২৯ মিনিটে আর কোনও ভুল করেননি শেখ ফৈয়াজ| সেই শুরু| প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে মিলানের বাড়ানো ক্রস থেক ফের গোল ফৈয়াজের|
এখানেই অবশ্য থেমে থাকেননি মহমেডান ফুটবলাররা| প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পরপর দু গোল করে তখনই মহমেডানের জয় প্রায় পাকা করে দেন মার্কাস| বিরতির পরও মহমেডানেরই দাপট ছিল ম্যাচে| ভবানীপুর ম্যাচে ফেরার কোনও সুযোগই পায়নি|
৪৭ মিনিটে ব্রেন্ডন এবং ৬৮ মিনিটে নিকোলার গোলে হাফ ডজন গোলের বৃত্ত সম্পূর্ণ করে ফেলে মহমেডান| যদিও গোলের খিদে তখনও মেটেনি ব্ল্যাক প্যান্থার্সদের| ম্যাচের অতিরিক্ত সময় জসকরান মহমেডানের হয়ে সপ্তম গোলটি করেন|
জোড়া গোল করার পাশাপাশি গোল করিয়েওছেন শেখ ফৈয়াজ| ভবানীপুর জয়ের ম্যাচে তাঁর মাথাতেই উঠল সেরার শিরোপা|