কলকাতা টিভি ওয়েবডেস্ক: বিশ্রাম শেষ| এবার লক্ষ্য দক্ষিণ আফ্রিকার(India vs South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়| আর তারই প্রস্তুতিতে ব্যস্ত ভারতের(Team India) অন্যতম তারকা পেসার মহম্মদ সামি| মুম্বইয়ে চলছে জোরকদমে তারই প্রস্তুতি| দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জয়ই এখন ভারতীয় তারকাদের পাখির চোখ|
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা ছিলেন তিনি| কিন্তু সেভাবে সাফল্যের মুখ দেখতে পাননি বাংলার এই ক্রিকেটার| বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে হারের পর নেটিজেনদের নিশানা হয়েছিলেন তিনি| তাঁর সোশ্যাল সাইট জুড়ে নানান খারাপ কথা লিখেছিলেন নেটিজেনরা|
যদিও সবসময়ই প্রাক্তন থেকে সতীর্থদের পাশেই পেয়েছিলেন সামি| বিশ্বকাপে ভারত চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা শোনা গিয়েছিল সকলের মুখেই| এরপরই বুমরা, বিরাটদের সঙ্গে মহম্মদ সামিকেও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড|
View this post on Instagram
ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও টেস্ট দুই সিরিজেই ছিলেন না তিনি| দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই একেবারে খেলতে নামবেন মহম্মদ সামি| দল ঘোষণা হওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহমেমদ সামি|
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাঠে টেস্ট ম্যাচ জিতলেও, টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত| তাই রোহিত, ঋষভদের পাশাপাশি, মহম্মদ সামিও প্রস্তুতিতে কোনওরকম ফাক রাখতে চাননা| লম্বা ছুটি কাটিয়ে এখন প্রস্তুতিতে ব্যস্ত তিনি| লক্ষ্য প্রোটিয়াদের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়|