কলকাতা টিভি ওয়েবডেস্ক: মহম্মদ সামি বিতর্ক এবার সীমানা পেড়িয়ে প্রতিবেশি দেশেও| সচিন, সেওয়াগ, হরভজনরা তো আগেই সামিকে বিদ্রুপের কড়া প্রতিবাদ জানিয়েছেন| এবার ভারতের তারকা পেসারের পাশে দাঁড়ালেন পাক ক্রিকেটার মহম্মদ রিজওয়ান|
মহম্মদ সামি প্রসঙ্গে ইতিমধ্যেই উত্তাল বিভিন্ন মহল| পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের পর থেকেই একদল নেটিজেন সামিকে নিশানা করতে শুরু করেন| কখনও তাঁকে পাকিস্তানি বলত থাকেন, তো কখনও তাঁকে চরম কটুক্তি করতে থাকেন তারা| সামির ইনস্টাগ্রাম পেজ জুড়ে শুধুই তাদের বিদ্রুপ, কটাক্ষ|
ক্রিকেটাররাই শুধু নয়, সামির সঙ্গে হওয়া এই ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করেছেন ভারতীয় রাজনীতিবিদরাও| গোটা দেশ জুড়ে মহম্মদ সামির বিরুদ্ধে হওয়া এই ঘটনাতেই সরগরম
কিন্তু কেন এমনটা| কারা করছে এই কাজ| তা নিয়েই হতবাক সকলে| সেদিন পাকিস্তানের একটিও উইকট তুলতে পারেননি ভারতীয় বোলাররা| বাবর আজমের সঙ্গে বিধ্বংসী মেজাজে ভারতীয় বোলারদের শেষ করেছিলেন মহম্মদ রিজওয়ান| পাক শিবিরে আফ্রিদি, বাবরের পাশে তিনিও এখন নায়ক|
কিন্তু লড়াইয়ের শেষে তারা সকলেই ক্রিকেটার| আর একজন ক্রিকেটার হয়ে আরেকজন ক্রিকেটারের এমন অবস্থা কখনই মেনে নিতে পারছেন না তিনি| একজন ক্রিকেটার নিজের দেশের জন্য কতটা পরিশ্রম, ত্যাগ করে তা কখনই বলে বোঝানো সম্ভব নয়| তাই নিজেদের দেশের ক্রিকেটারের সঙ্গে কখনও এটা করা উচিত নয়| এই ঘটনা বন্ধ হওয়া উচিত বলেই মনে করছেন রিজওয়ান|
The kind of pressure, struggles & sacrifices a player has to go through for his country & his people is immeasurable. @MdShami11 is a star & indeed of the best bowlers in the world
Please respect your stars. This game should bring people together & not divide 'em #Shami #PAKvIND pic.twitter.com/3p70Ia8zxf
— Muhammad Rizwan (@iMRizwanPak) October 26, 2021
একইসঙ্গে এদিন টুইট করে সামির প্রতি নিজের সমর্থন প্রদর্শন করেছেন অনিল কুম্বলেও| আকাশ চোপড়াতো বদলে ফেলেছেন নিজের প্রোফাইল পিকচারই|
You are a champion bowler @MdShami11
— Anil Kumble (@anilkumble1074) October 26, 2021
একজন দেশের ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনা এবার হয়ত বন্ধ হবে, এমনটাই আশা করছে সকলে|