ইসলামাবাদ: ক্রিকেটের সব ফর্ম্যাটকে বিদায় জানিয়ে ২০২০ সালে অবসর নিয়েছিলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মহম্মদ আমির। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় ২০১৬ সালে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হন তিনি। সেই সাজার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর জাতীয় দলে ফিরেও আসেন। কিন্তু ১৭ বছরের আমিরের মধ্যে যে আগুন দেখা গিয়েছিল, তা আর দেখা যায়নি। ২০২০ সালে দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরতে চলছেন আমির।
পাকিস্তানের সাংবাদ মাধ্যেমের রিপোর্ট অনুযায়ী, জাতীয় দলের নির্বাচন কমিটির এক গুরুত্বপূর্ণ সদস্য আমিরের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন। আমিরের ম্যানেজারের মারফত তিনি পরামর্শ দিয়েছেন যাতে কোনও ধরনের সমালোচনায় আমির না জড়ান। এছাড়াও অনুশীলেনর মধ্যে থাকতে বলা হয়েছে যাতে ফিট থাকতে পারেন তিনি। খুব শীঘ্রই যে আমিরকে জাতীয় দলে ফেরানো হবে, সেই ইঙ্গিতও দিয়েছেন ওই নির্বাচক।
আরও পড়ুন: IPL 2023 | ধোনির সিএসকের বিরুদ্ধেও লখনউয়ের তুরুপের তাস বিদ্যুৎ গতির মার্ক উড
২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ছিল বাঁ-হাতি এই পেসারের নামে। ২০১৬ সালে সেই অভিযোগের সত্যতা যাচাই হয় এবং দোষী প্রামণিত হন আমির। সাজা হিসেবে তাঁকে পাঁচ বছরের নির্বাসন দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাঁচ বছর পর ২০২০ সালের ১৮ ডিসেম্বর ক্রিকেটকে বিদায় জানান তিনি। সেই সময় আমির দলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন। অবসরের সময় তিনি বলেন, পাক টিম ম্যানেজমেন্ট তাঁকে মানসিক চাপ দিয়েছে। তাই ক্রিকেট ছাড়ছেন তিনি। এরপর যদিও পাকিস্তান ক্রিকেট লিগে খেলেছেন আমির।
দেশের জার্সি গায়ে ১৪৭ ম্যাচে ২৫৯ উইকেট নিয়েছিলেন তিনি। পিএসএলেও উইকেট নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের এই পেসার। তবে সম্প্রতি পাক অধিনায়ক বাবর আজমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নিন্দার মুখে পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি পিএসএলের এক ম্যাচে তাঁর প্রতিপক্ষ হিসেবে দেখা গিয়েছিল বাবর আজমকে। আমির সেখানে মন্তব্য করেছিলেন, বাবর ও এক জন টেল-এন্ডারের মধ্যে কোনও পার্থক্য নেই। এরপরই নিন্দার ঝড় ওঠে পাক মুলুকে। জাতীয় দলে যদি সুযোগ পান তাহলে সেই বাবরের নেতৃত্বেই খেলতে হবে আমিরকে।