অলিম্পিয়ানদের সঙ্গে প্রাতঃরাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার নিজ বাসভবনে সিন্ধুর আবদারও মতো একসঙ্গে আইসক্রিমও খেলেন তিনি|
ভারতের ক্রীড়া ইতিহাসে টোকিও অলিম্পিকের মঞ্চেই সবচেয়ে ভাল পারফরম্যান্স ভারতীয় অ্যাথলিটদের| ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথমবার যেমন সোনা এসেছে| তেমনই এসেছে দুটো রুপো এবং চারটে ব্রোঞ্জ|
অলিম্পিকের মঞ্চে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া| দেশে ফেরার পর থেকেই সংবর্ধনা ও পুরষ্কারে হাত ভরে উঠেছে সকলের| ৭৫ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২৬জন ভারতীয় অলিম্পিয়ান|
সোমবার তাদেরকেই নিজ বাসভবনে প্রাতঃরাশের আমন্ত্রন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী| সেখানেই তাদের সংবর্ধনা জানান তিনি| এমন সম্মান পেয়ে আপ্লুত নীরজ থেকে সিন্ধু, মীরাবাই চানু সহ সকলে|
দিল্লি থেকে এবার নিজেদের শহরে ফেরার পালা নীরজ, রবি দাহিয়াদের|