কলকাতা: অ্যান্তোনি ফুকওয়ার পরিচালনায় ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের (Michael Jackson Biopic) কাজ। প্রযোজনায় লায়নসগেট, ছবির নাম ‘মাইকেল’। মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন তাঁরই ভাগ্নে জাফার জ্যাকসন (Jaafar Jackson)। গ্রাহাম কিংয়ের সঙ্গে যৌথভাবে এই বায়োপিকের প্রযোজনা করছেন জন ব্রাঙ্কা, জন ম্যাকক্লেন, যাঁরা মাইকেল জ্যাকসন এস্টেটের কোএক্সিকিউটর।
মাত্র ৫০ বছরের জীবদ্দশায় মাইকেল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পপ গায়ক (Pop Singer) হয়ে ওঠেন। এখনও পর্যন্ত সবথেকে বেশি অ্যাওয়ার্ড নমিনেশন পাওয়া গায়ক তিনি। তাঁর কাজের জন্য তাঁকে ‘কিং অফ পপ’ বলা হয়। তাঁর জীবনের নানান জানা-অজানা কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ছবি। যদিও পপ সম্রাটের জীবনের বিতর্কিত ঘটনাগুলোকে আদৌ ছবিতে থাকবে কিনা তা এখনও জানাননি নির্মাতারা।
আরও পড়ুন: অস্কারের মঞ্চে কিং খানের ‘ডাঙ্কি’!
সঙ্গীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান জাফর জ্য়াকসন। ২০১৯ সালে ‘গট মি সিঙ্গিং’ গানের মাধ্যমে পপ দুনিয়ায় পা রেখেছেন জেরমাইন জ্যাকসনের ছেলে জাফর। শুধু শিল্পসত্ত্বা নয়, শিশুদের অত্যাচারের মতোও রটনা ও ঘটনা ঘিরে রয়েছে কিংবদন্তিকে ঘিরে। মাইকেলের সেই সব অজানা অধ্যায়ও তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফর্মেন্স। ছবির চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। জানা যাচ্ছে, ২০২৫ সালের প্রথমেই মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের বায়োপিক।
আরও খবর দেখুন