ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আর্মব্যান্ডের পর এবার লিওনেল মেসির চোখের জল মোছা টিসু| নিলামে দাম উঠল এক মিলিয়ন ইউএস ডলার| শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি|
দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন বার্সেলোনার সঙ্গে| মন ভেঙেছিল অগুন্তী মেসি ভক্তের| আঘাত পেয়েছিলেন খোদ লিওনেল মেসিও| আর্থিক কারণ এবং লা লিগার নতুন স্যালারী ক্যাপের নিয়মে মেসির সঙ্গে সম্পর্ক ভেঙেছিল বার্সেলোনা|
বার্সাকে বিদায় জানানোর শেষ সাংবাদিক সম্মেলনে নিজেকে আপর ধরে রাখতে পারেননি মেসি| প্যারিস যাওয়ার আগে সেই সাংবাদিক সম্মেলনের মঞ্চেই কেঁদে ফেলেছিলেন লিও| চেপে রাখতে পারেননি বুকের যন্ত্রনাটা|
সেই সময়ই স্ত্রী আন্তোনেল্লা চোখের জল মোছার জন্য এগিয়ে দিয়েছিলেন টিস্যু পেপার| সেই টিস্যু পেপারের দামই এখন মিলিয়ন ডলার| এক কথায় মিলিয়ন ডলার টিস্যু|
সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর মাটিতে পরে থাকা সেই টিস্যু পেপার সেখানে উপস্থিত থাকা কোনও একজন তুলে আন্তর্জাতিক নিলামের সাইটে দিয়ে দেন| যার ট্যাগ ছিল এখান থেকেই ক্লোন করে তৈরি করা হবে দ্বিতীয় মেসিকে| নেহাতই ইয়ার্কির ছলেই তা করা|
Por si ocupan…
En internet se vende en un millón de dólares el pañuelo que uso Messi en su despedida. 💰 pic.twitter.com/c0gfTohsnl
— . (@Mariazelzel) August 18, 2021
কিন্তু যে টিস্যুতে চোখের জল মুছেছেন লিওনেস মেসি, তা কি আর সাধারণ থাকতে পারে| হলও তাই| নিলামে সেই টিস্যুর দাম উঠল এখন ১ মিলিয়ন ইউএস ডলার| সোশ্যাল মিডিয়ায় যা রীতিমত আলোরণ ফেলে দিয়েছে|