প্যারি সাঁজায় লিওনেল মেসির যোগ দেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা৷ মঙ্গলবার ভারতীয় সময় রাতেই প্যারিস পৌঁছচ্ছেন মেসি৷ ২ বছরের চুক্তিতে পিএসজিতে এল এম টেন৷ আর সেদিনই হয়ত মন ভাঙল অগুন্তী মেসি ভক্তেরও৷
Lionel Messi est tombé d'accord avec le PSG. Son avion est attendu dans les prochaines heures dans la capitale > https://t.co/XMEFIBZSa1 pic.twitter.com/gITvTa7uD3
— L'ÉQUIPE (@lequipe) August 10, 2021
Video: Messi arrives for his trip to Paris. [@mariagarridos] pic.twitter.com/jM2f0pY3As
— barcacentre (@barcacentre) August 10, 2021
বার্সাকে বিদায় জানিয়ে প্যারিসে যাওয়ার দিনই ন্যু ক্যাম্প থেকে সরে গেল লিওনেল মেসির ছবি৷ ন্যু ক্যান্পের বিশাল স্টেডিয়ামের প্রবেশের সময়ই চোখে পড়ত লিওনেল মেসির বিশাল মিউরিয়াল৷ একপাশে গ্রিয়েজম্যাঁ এবং জেরার্ড পিকে৷
সেই স্টেডিয়ামেই এখন আর রইলেন না এল এম টেন৷ বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে গত সপ্তাহেই৷ সাংবাদিক সম্মেলনে চোখের জলে সকলকে বিদায় জানিয়েছেন ফুটবলের রাজপুত্র৷ চাপা যন্ত্রনা নিয়েই বার্সেলোনাকে ছাড়তে বাধ্য হয়েছেন মেসি৷
প্যারিস যাওয়ার দিন সেই যন্ত্রনা যেন আরও একটু বেড়ে গেল৷ বার্সেলোনা এবং মেসি এতদিন ছিল সমার্থক৷ ন্যু ক্যাম্প স্টেডিয়ামের বাইরে সবচেয়ে বড় ছবিটিও ছিল তাঁরই৷ সেই ছবিই এবার সরে গেল ন্যু ক্যাম্প থেকে৷ মঙ্গলবার মেসির ছবি ন্যু ক্যাম্প থেকে তুলে দিল বার্সেলোনা৷ যা দেখে চোখে জল অগুন্তী মেসি ভক্তের৷
এদিনই পিএসজির সঙ্গে চুক্তিতে রাজি হলেন লিওনেল মেসি৷ বার্সেলোনা থেকে পরিবার নিয়ে প্যারিসের দিকে রওনা দিলেন তিনি৷ বিমান বন্দরেই তাঁর প্যারি সাঁজায় যোগ দেওয়ার কথা ঘোষণা করেন জর্জ মেসি৷
গতকাল থেকেই প্যরিসের বিমান বন্দরের বাইরে মেসিকে দেখার জন্য পিএসজি ভক্তদের ভিড় বেড়ে চলেছে৷ মঙ্গলবারই হতে চলেছে সমস্ত অপেক্ষার অবসান৷ এখন শুধুই নেমারের পাশে পিএসজির জার্সিতে মেসিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে৷