স্পোর্টস ডেস্ক: মাঠে রেফারির সিদ্ধান্তে চটে গিয়ে ক্ষোভ ঝাড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। হলুদ কার্ড দেখে থামেননি, বরং আরও উত্তপ্ত হয়ে পড়েন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, যেখানে মেসির লাল কার্ড দেখা কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল। ঠিক তখনই নাটকীয়ভাবে সামনে এলেন প্রতিপক্ষ সান হোসের কোচ ব্রুস আরেনা। তিনিই মেসিকে শান্ত করে সরিয়ে নিয়ে যান রেফারিদের কাছ থেকে—আর তাতেই বেঁচে গেলেন মায়ামির মহাতারকা।
ঘটনাটি ঘটেছে ইন্টার মায়ামি বনাম সান হোসে ম্যাচে, যেখানে ফলাফল হয়েছে ৩-৩। ম্যাচের শেষদিকে, অতিরিক্ত সময়ে বক্সের বাইরে মেসিকে ফাউল করা হলেও ফ্রিকিক না দেওয়ায় চরম ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি। রেফারির দিকে তীব্র আপত্তি জানাতে থাকেন। রেফারি জো ডিকারসন শেষমেশ তাঁকে হলুদ কার্ড দেখান। তবু মেসির রাগ থামছিল না। রেফারি ও সহকারী রেফারিদের সঙ্গে লাগাতার কথা কাটাকাটি চালিয়ে যান তিনি।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরে ভারতীয় দল, কোচ গৌতমের সঙ্গে যাবেন কারা?
এই সময়েই পাশে দাঁড়ান ব্রুস আরেনা। ম্যাচের পরে তিনি জানান, “মেসি স্পষ্টতই খুশি ছিল না। আমি চাইনি ও লাল কার্ড দেখুক। তাই ওকে সরিয়ে নিয়ে যাই রেফারিদের কাছ থেকে। ম্যাচের পর কোনও খেলোয়াড়কে লাল কার্ড দেখানো সত্যিই হতাশাজনক ঘটনা হয়ে উঠত।”
এই উত্তেজনার মধ্যেই আরও একটি বড় খুশির খবর মেসি ভক্তদের জন্য। আর্জেন্টিনার জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। চোটের কারণে মার্চে দলের সঙ্গে না খেললেও, এবার জুনে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে তিনি থাকছেন ২৮ জনের স্কোয়াডে। আগামী ৫ জুন চিলি এবং ১০ জুন কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। যদিও আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তেরা।
ফুটবল মাঠে আবেগ নতুন কিছু নয়। তবে প্রতিপক্ষ কোচের এই ভূমিকা যে খেলার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করল, তা বলাই যায়।
দেখুন আরও খবর: