দুবাই: ব্লুপ্রিন্ট তৈরি| উজবেকিস্তানের এফসি নাসাফের উইং নির্ভর খেলা আটকেই সাফল্যের খোঁজে এটিকে-মোহনবগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস| আর সেই লক্ষ্যে শুভাশিস, কোলাসো, প্রীতম এবং আশুতোষরাই প্রধান অস্ত্র মোহনবাগান হেড কোচের|
রবিবারই দুবাই থেকে উজবেকিস্তান পৌঁছেছে সবুজ-মেরুন ব্রিগেড| আগামী বুধবার এফসি নাসাফের বিরুদ্ধে নামবেন রয় কৃষ্ণারা| তার আগে উজবেকিস্তানের মাঠে মাত্র দুদিন প্রস্তুতির সময় পাবে হাাবাসের দল| যদিও তা নিয়ে খুব একটা বেশি চিন্তিত নন এটিকে-মোহনবাগনের হেডস্যার|
এইকদিনে দলের ফর্মেশন তৈরি করা নিয়ে যেমন কাটাছেঁড়া চলেছে| তেমনই প্রতিপক্ষ শিবিরের শক্তি দুর্বলতা নিয়েও চলেছে নানান হিসাব নিকাশ| এফসি নাসাফের প্রতিটা ম্যাচের ভিডি অ্যানালিসিস করছেন আন্তোনিও হাবাস|
এরপরই তাদের উইং নির্ভর খেলা আটাকানোর ছক কষতে শুরু করেছেন তিনি| প্রতিপক্ষের শক্তিশালী জায়গাটাই আটকে দিতে চান হাবাস| এরপরই কাউকো, কৃষ্ণা এবং উইলিয়ামসদের দিয়ে নাসাফের রক্ষণ হয়ত ভেদ করতে চান হাবাস|
সোমবার এবং মঙ্গলবার এই দুদিন সময়| চূড়ান্ত প্রস্তুতি সেরে প্রথম একাদশ বেছে নেবেন সবুজ-মেরুন শিবিরের হেডস্যার|