ধর্মশালা: রবিবার ধর্মশালায় হাই-ভোল্টেজ ম্যাচ। মুখোমুখি ভারত (India) এবং নিউজিল্যান্ড (New Zealand)। দুটি দলই চারটি ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থান দখল করে রেখেছে। নেট রানরেটের কারণে ভারতের থেকে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। টসে জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Indian Captain Rohit Shrama)। চোটের কারণে এই ম্যাচে খেলছেন না হার্দিক পান্ডিয়া। পরিবর্ত হিসেবে দলে ঢুকলেন মহম্মদ শামি। এছাড়া শার্দূল ঠাকুরের জায়গায় এলেন সূর্যকুমার যাদব। শনিবার নেটে যদিও চোট পেয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও তাঁর ওপরই আস্থা রাখল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। কেমন হল ভারতের চূড়ান্ত একাদশ-
১। রোহিত শর্মা ২। শুভমান গিল ৩। বিরাট কোহলি ৪। শ্রেয়স আইয়ার ৫। কেএল রাহুল ৬। রবীন্দ্র জাডেজা ৭। সূর্যকুমার যাদব ৮। মহম্মদ শামি ৯। কুলদীপ যাদব ১০। জসপ্রীত বুমরা ১১। মহম্মদ সিরাজ
নিউজিল্যান্ড জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর। টিম কম্বিনেশন পরিবর্তন করতে রাজি নয় ব্ল্যাক-ক্যাপস টিম ম্যানেজমেন্ট। বুড়ো আঙুল ভেঙে যাওয়ার কারণে ভারতের বিরুদ্ধে নেই নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। যদিও দলের সঙ্গে রয়েছেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের চূড়ান্ত একাদশ-
১। ডেভন কনওয়ে ২। উইল ইয়ং ৩। রাচিন রবীন্দ্র ৪। ড্যারিল মিচেল ৫। টম লাথাম (অধিনায়ক) ৬। গ্লেন ফিলিপস ৭। মার্ক চ্যাপম্যান ৮। লকি ফার্গুসন ৯। মিচেল স্যান্টনার ১০। ম্যাট হেনরি ১১। ট্রেন্ট বুল্ট