টোকিও অলিম্পিকে শেষ হয়ে গেল মেরি কমের দৌড়| বৃহস্পতিবার মহিলা বক্সিংয়ের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগের প্রিকোয়ার্টার ফাইনালের ম্যাচে কলোম্বিয়ার ভ্যালেন্সিয়ার কাছে হেরে গেলেন মেরি কম| ম্যাচের ফলাফল ৩-২|
৬বারের বিশ্ব চ্যাম্পিয়ন| লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন| বয়স বারছে| হয়ত এটাই ৩৮ বর্ষীয় মেরি কমের শেষ অলিম্পিক ছিল| সেখানে সোনা জেতাই পাখির চোখ ছিল মেরি কমের|
শুরুটা ভালভাবে করলেও, শেষরক্ষা হল না| রিও অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী ভ্যালেন্সিয়ার কাছেই হেরে গেলেন তিনি| মেরির সঙ্গে সঙ্গেই গোটা ভারতবাসীরও সোনা জয়ের স্বপ্নভঙ্গ|
ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়লেও, কামব্যাক করেছিলেন মেরি| যা দেখে অনেকের মনে আশাও জেগেছিল| কিন্তু তা ধরে রাখতে পারেননি| ভ্যালেন্সিয়ার পার্ফেক্ট পাঞ্চই মন জিতে নেয় বিচারকদের|
মেরি প্রত্যাবর্তন করলেও, শেষ রাউন্ডে ফের বাজিমাত ভ্যালেন্সিয়ার| মেরির ক্লান্তির ছাপও ছিল স্পষ্ট| সেই সুযোগ কাজে লাগিয়েই প্রথমবার মেরি কমকে হারান ভ্যালেন্সিয়া|
হেরে গেলেও, ম্যাচের শেষে মেরি কমের স্পোর্টসম্যান স্পিরিট মন জিতে নেয় সকলের| প্রতিদ্বন্দ্বীকে কাছে টেনে নিয়ে বক্সিং রিংয়েই অভিনন্দন জানান তিনি| চোখের জল লুকিয়ে বক্সিং রিং থেকে হাসি মুখেই অলিম্পিকের মঞ্চকে বিদায় জানান ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন|
Only admiration and respect for @MangteC !
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) July 29, 2021
#MaryKom forever !!! Amazing effort… 💪🏿
— Mahesh Bhupathi (@Maheshbhupathi) July 29, 2021
মেরি কমের বিদায়ের পর থেকেই সোশ্যাল সাইটে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে| প্রাক্তন থেকে বর্তমান তারকাদের মুখে মেরি বন্দনা|