নাম তাঁর ম্যানুয়েল দিয়াজ। বয়স ৫৩। স্পেনের নাগরিক। শেষ কোচিং করেছেন রিয়াল মাদ্রিদ ক্যাসিলা-তে। সেটা ২০১৮-১৯ মরসুমে। কুড়ি বছরের কোচিং জীবনে ম্যানুয়েল দিয়াজ রিয়াল মাদ্রিদের যুব দলের কোচ ছিলেন। সেই দিয়াজ আসন্ন আই এস এল-এ এস সি ইস্ট বেঙ্গলের কোচ হলেন। ইস্ট বেঙ্গলের কোচ হয়ে দিয়াজ বলেছেন ” মাদ্রিদে আমরা একটা কথা সব সময়েই বলি। তা হল জেতা আছে আমাদের ডি এন এ-তে। একটা বড় ক্লাবের কোচিং করতে গেলে চাপ থাকবে, থাকবে প্রত্যাশা। সেটা আমরা জানি। তবে এখন সময় খুব কম। সামনের লড়াইটাও খুব কঠিন। কিন্তু এস সি ইস্ট বেঙ্গলের সমর্থকদের বলতে চাই আমরা সাধ্যমতো চেষ্টা করব তাদের মুখে হাসি ফোটাতে।”
অতএব এস সি ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে লিভারপুলের কিংবদন্তী ফুটবলার রবি ফাউলার এখন অতীত। যদিও গত বছর যখন তাঁকে হেড কোচ করা হয়, তখন বলা হয়েছিল দু বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি। কিন্তু গতকালই তাঁর সঙ্গে চুক্তি শেষ করে দিয়েছেন কর্তারা। তবে কোনওরকম মনোমালিন্য ছাড়াই। ফাউলার নেই মানেই তাঁর সাপোর্ট স্টাফেরাও নেই। দিয়াজ তাঁর নিজস্ব কোচিং টিম নিয়েই আসবেন। তবে দলের সহকারি কোচ হিসেবে থাকছেন রেনেডি সিং-ই। তাঁর সঙ্গে ইস্ট বেঙ্গলের দু বছরের চুক্তি আছে। এস সি ইস্ট বেঙ্গলের সি ই ও শিবাজি সমাদ্দার জানালেন, তাদের ভারতীয় ফুটবলারদের রিক্রূট প্রায় শেষ। এখন বাকি বিদেশি ফুটবলার রিক্রূট। নতুন কোচের সঙ্গে কথা বলেই বিদেশি রিক্রূট হবে। ফাউলারের কোচিংয়ে গত বছর ইস্ট বেঙ্গল এগারো দলের আই এস এল-এ নয় নম্বর স্থান পেয়েছিল। এখন দেখার নতুন স্প্যানিশ কোচ তাদের কত দূর নিয়ে যেতে পারেন। প্রসঙ্গত এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও হাবাসও স্পেনের মানুষ। আই এস এল ডার্বিতে তাই এবার দুই স্প্যানিশ কোচের লড়াই।