এখনও পর্যন্ত অলিম্পিকে ভারতের একমাত্র সোনা এসেছে শ্যুটিং থেকে| টোকিওর মঞ্চেও সেই শ্যুটিং তারকাদের ঘিরেই ছিল সবচেয়ে বেশি প্রত্যাশা| কিন্তু অলিম্পিকের প্রথম দিন থেকেই শ্যুটারদের নিত্যসঙ্গী ব্যর্থতা|
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগ থেকে ছিটকে গেলেন মনু বাকের এবং যশস্বীনি যসওয়াল| কমনওয়েলথ, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর থেকেই তাদের ঘিরে অলিম্পিক পদকের আশায় বুক বেধেছিলেন সকলে|
কিন্তু ভাগ্য সহায় নয় তাদের| ফাইনালের যোগ্যতা অর্জনই করতে পারলেন না মনুরা| শুরুটা ভাল করলেও, মাঝপথেই বন্দুক খারাপ| আর সেটাই যেন মনুর আত্মবিশ্বাসটা ভেঙে দেয়|
কিছুক্ষণ বিরতির পর শ্যুটিং রেঞ্জে ফিরলেও, মনু কামব্যাক করতে পারেননি| ১২ নম্বরে থামেন তিনি| মাত্র এক পয়েন্টে পিছিয়ে যশস্বীনির স্থান হয় ১৩ নম্বরে| নিয়ম অনুযায়ী প্রথম আটজন যাবেন ফাইনালে| তাই এবারের মতো আশা শেষ মনু বাকেরের|