টোকিও অলিম্পিকের মঞ্চে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন মনিকা বাত্রা| টেবিল টেনিস মহিলা সিঙ্গলসর তৃতীয় রাউন্ডে পৌঁছলেন তিনি| পদক নিশ্চিত করার লক্ষ্যে আর মাত্র কয়েক ধাপ দূরে দাঁড়িয়ে মনিকা|
রবিবার মার্গারিটা পেসোতস্কার বিরুদ্ধে নেমেছিলেন তিনি| ম্যাচের শুরুটা ভালভাবে করতেও পারেননি ভারতীয় তারকা| র্্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মার্গারিটা প্রথম দুটো গেমেই এগিয়ে যান|
হয়ত অনেকেই তখন মনিকার হারের দৃশ্য দেখতে শুরু করে দিয়েছেন| কিন্তু এই মুহূর্তে ভারতের সেরা টেবিল টেনিস তারকা যে অত সহজে ম্যাচ ছেড়ে দেওয়ার পাত্রী নন, তা কিছুক্ষণের মধ্যেই বুঝিয়ে দিলেন সকলে|
পিছিয়ে থাকলেও তৃতীয় গেম থেকেই দুরন্ত কামব্যাক| খেলা গড়ায় শেষ গেম পর্যন্ত| সেখানেই পেসোতস্কাকে হারিয়ে জয়ের হাসি হাসেন মনিকা বাত্রা| ৪-৩ গেমে ম্যাচ জিতে নেন ভারতের তারকা টেবিল টেনিস তারকা|
সোমবার সোফিয়া পলকানোভার বিরুদ্ধে নামবেন মনিকা বাত্রা| এই ম্যাচ জিততে পারলেই প্রি কোয়ার্টারের টিকিট পাকা করে ফেলবেন তিনি|