লন্ডন: আবারও সি আর সেভেন ম্যাজিক| ওয়েস্টহ্যামের বিরুদ্ধেও রেড ডেভিলসদের ত্রাতা সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই| পিছিয়ে পড়া ম্যাঞ্চেস্টারকে লড়াইয়ে ফিরিয়ে আবারও নায়ক হলেন তিনি| ওয়েস্ট হ্যামক ২-১ গোলে হারাল ম্যাঞ্চস্টার ইউনাইটেড|
জুভেন্তাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটডে ফেরার পর থেকেই যেন পুরো অন্য মেজাজে সি আর সেভেন| হঠাৎ যেন আবার সেই পুরনো ফর্মে ফিরে গিয়েছেন রোনাল্ডো| ৩৬ বছর বয়সী নয়, ফার্গির হাত ধরে উঠে আসা সেই রোনাল্ডোর ঝলকই যেন আবার দেখা যাচ্ছে|
ইপিএল থেকে চ্যাম্পিয়ন্স লিগ| পরপর দুই প্রতিযোগিতাতেই ম্যাঞ্চেস্টারের হয়ে অভিষেকে গোল| ওয়েস্ট হ্যামের বিরুদ্ধেও তার অন্যথা হল না| ম্যান ইউকে লড়াইয়ে ফেরালেন সে রোনাল্ডোই|
ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড| ওয়েস্ট হ্যামের গ্যালারিতে তখন দেখার মতো উচ্ছ্বাস| যদিও ওয়েস্ট হ্যাম ভক্তদের উচ্ছ্বাস থামাতে মাত্র ৫ মিনিটই সময় নেন সি আর সেভেন|
৩৫ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলেই সমতায় ফেরে ম্যান| লড়াইয়েও ফেরা| এরপর অবশ্য গোটা ম্যাচেই ছিল হাড্ডহাড্ডি লড়াই| শেষ মুহূর্তে লিঙ্গার্ডের গোলে জয় নিশ্চিত করে ফেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড| ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা|