বেঙ্গালুরু: ম্যাঞ্চেস্টার সিরিজ বাতিল হয়ে যাওয়াটা এখনও মেনে নিতে পারছেন না বিরাট কোহলি৷ আইপিএলে নামার আগেও বিরাটের মাথায় সেই করোনার চিন্তাই৷
ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১এ সিরিজে এগিয়ে থেকেও শেষ টেস্ট নামা হয়নি৷ ভারতীয় দলের সহকারী ফিজিও করোনা আক্রান্ত হওয়ায় শেষপর্যন্ত মাঠে না নামারই সিদ্ধান্ত নেন বিরাট কোহলিরা৷
সেই ঘটনাকে বিরাট যেমন দূর্ভাগ্যজনক বলছেন, তেমনই আফসোসও মিটছেনা তাঁর৷ টেস্টটা পুরোটা হোক তেমনটাই চেয়েছিলেন ভারত অধিনায়ক৷
তবে টেস্ট এখন অতীত৷ রবিবারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন বিরাট কোহলি৷ ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার পর এই প্রথমবার মুখ খুলেছেন বিরাট কোহলি৷ ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে শুধুই হতাশা ঝড়ে পড়ছে কোহলির মুখে৷ সেইসঙ্গে করোনার আতঙ্কও রয়েছে৷
ইংল্যান্ডে এই ঘটনার সাক্ষী হওয়ার পর, আইপিএল নিয়েও পুরোপুরি নিশ্চিত যেন হতে পারছেন না কোহলি৷ করোনা যে পুরোটাই অনিশ্চয়তায় ভরা তা মানতে দ্বিধা নেই বিরাটের৷
আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএল৷ ২০ তারিখই মাঠে নামবেন বিরাট কোহলিরা৷ কিন্তু করোনা যেভাবে ইংল্যান্ডের টিম হোটেলে থাবা বসিয়েছিল, তেমনটা আইপিএলে হবে না তো? চিন্তা মুক্ত হতে পারছেন না বিরাট কোহলি৷