ম্যাঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) কি প্রত্যাবর্তন করছে? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) প্রথম দুই ম্যাচে হেরে ভীষণ বিপদে পড়েছিল এরিক টেন হাগের (Eric Ten Hag) দল। মঙ্গলবার রাতে এফসি কোপেনহেগেনের (FC Copenhagen) বিরুদ্ধে জিততেই হত, না হলে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় ঘটতে পারত। এরকম মরণবাঁচন ম্যাচে ১-০ জিতল ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাব। এই জয়ে এমন দু’জন অবদান রাখলেন যাঁরা সাম্প্রতিককালে সবথেকে বেশি করে সমালোচনায় বিদ্ধ হয়েছেন, খলনায়ক আখ্যা পেয়েছেন।
প্রথমজন হ্যারি ম্যাগুয়ার (Harry Maguire)। প্রায় দু’ বছর ধরে তাঁকে নিয়ে ঠাট্টা-তামাশা করছে ফুটবল বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিম ট্রোল দেখা যায় অহরহ। এই মরশুমের শুরুতে তাঁকে বিক্রি করতে চেয়েছিল ম্যান ইউ। শেষ পর্যন্ত থেকে গেলেও প্রথম এগারোয় সুযোগ পাচ্ছিলেন না। লিসান্দ্রো মার্তিনেজ, রাফায়েল ভারানেদের চোটের কারণে ম্যাগুয়ারকে খেলাতে বাধ্য হন টেন হাগ। শেষ তিন চারটে ম্যাচে কিন্তু ভালোই খেললেন ইংলিশ ডিফেন্ডার। এদিন ৭২ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের ক্রস থেকে দারুণ হেডে ম্যাচের একমাত্র গোলটি করলেন।
এই গোলের পরেও জয় হাতছাড়া হতে পারত রেড ডেভিলদের (Red Devils)। সংযুক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি পায় কোপেনহেগেন। এ মরশুমে ইন্টার মিলান (Inter Milan) থেকে আসা গোলকিপার আন্দ্রে ওনানা (Andre Onana) একেবারেই ভালো খেলছিলেন না। তাঁকে নিয়েও ইতিমধ্যে মিম ছড়িয়েছে। এদিন মোক্ষম মুহূর্তে জর্ডান লারসনের শট নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে সেভ করেন ওনানা। ম্যান ইউয়ের প্রায় প্রত্যেক ফুটবলার তাঁকে জড়িয়ে ধরতে, অভিনন্দন জানাতে ছুটে আসেন। ওল্ড ট্রাফোর্ডের ৭৬,০০০ দর্শক তখন হিস্টিরিয়ায় আক্রান্ত। তাঁদের গর্জনে যেন ছাদ ভেঙে পড়বে। এমনকী সে সময় খেলা শেষের বাঁশিটাও ঠিক করে শোনা যাচ্ছিল না।
এই পেনাল্টি সেভ ওনানাকে এক আকাশ আত্মবিশ্বাস এনে দেবে। ইন্টারের হয়ে যে খেলাটা খেলতেন, সেই ফর্ম এনে দিতে পারে। তিনি এবং ম্যাগুয়ারের ফর্মে ফেরা হতে পারে তাঁদের ক্লাবের প্রত্যাবর্তনের ইঙ্গিত। তবে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে মার্কাস র্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজ, অ্যান্টনির পারফরম্যান্স নিয়ে। টেন হাগের টিম সিলেকশনও প্রশ্নের উদ্রেক করে। সবচেয়ে বড় কথা, পরপর দুই ম্যাচ জিতলেও খেলা ভালো হচ্ছে না। এককালে লাল জার্সি পরা ফুটবলাররা যে দাপট, আধিপত্য দেখাতেন তার ধারেকাছেও নেই এই দল।