কলকাতা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) মঙ্গলবার রাত স্মরণীয় হয়ে থাকবে। একটা নয়, কারণ অনেক। প্রথমত, এই রাত অঘটনের। দুটি বড় ম্যাচের ফল প্রত্যাশার উল্টো হল। রিয়াল মাদ্রিদকে (Real Madrid) ঘরের মাঠে ৩-১ হারাল এসি মিলান (AC Milan)। ম্যাঞ্চেস্টার সিটি (Man City) ১-৪ ফলে হারল স্পোর্টিং লিসবনের (Sporting Lisbon) কাছে।
দ্বিতীয় ম্যাচটির তাৎপর্য অনেক বেশি, কারণ পেপ গুয়ার্দিওলার (Pep Guradiola) দল যাদের কাছে হারল তার কোচ রুবেন অ্যামোরিম (Ruben Amorim) যিনি আগামী ১১ নভেম্বর ম্যান ইউয়ের দায়িত্ব নিতে চলেছেন। স্পোর্টিংয়ের হয়ে এটাই ছিল তাঁর শেষ ম্যাচ। সেই ম্যাচেই সিটির মতো দুর্ধর্ষ টিমকে ধরাশায়ী করলেন অ্যামোরিম। ম্যান ইউয়ের সমর্থকরা যে কারণে আশাবাদী হচ্ছেন।
আরও পড়ুন: আইপিএলের নিলাম এ মাসেই, কবে কোথায় জেনে নিন
Eye-catching results #UCL pic.twitter.com/MIhufMPc9S
— UEFA Champions League (@ChampionsLeague) November 5, 2024
ম্যাচের চার মিনিটের মাথায় স্পোর্টিং রক্ষণের ভুলের সুযোগ নিয়ে সিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। কিন্তু সেখান থেকে অ্যামোরিমের দল যে এই দাপট নিয়ে ফিরবে কেউ ভাবেনি। দুটি পেনাল্টি সহ হ্যাটট্রিক করেন ভিক্তর গিয়োকেরেস। এদিকে সিটির হয়ে পেনাল্টি শট বারে মেরে বসেন এর্লিং হালান্ড।
এদিকে রিয়াল মাদ্রিদের দুঃসময় চলছেই। বার্সেলোনার কাছে ঘরের মাঠে ০-৪ দুরমুশ হওয়ার পর মিলানের কাছে লজ্জার হার হল তাদের। কার্লো অ্যান্সেলত্তির দল গত মরসুমে অপ্রতিরোধ্য ছিল। তার উপর এবার রিয়ালে যোগ দেন এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা কিলিয়ান এমবাপে। কিন্তু আশানুরূপ ফল আসছে না।
দেখুন অন্য খবর:
The post চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি, রিয়াল মাদ্রিদের অঘটনের হার first appeared on KolkataTV.
The post চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি, রিয়াল মাদ্রিদের অঘটনের হার appeared first on KolkataTV.