১৯৫৭ সালে তপন সিনহার কাবুলিওয়ালাতে রহমতের চরিত্রে অভিনয় করেছিলেন স্বনামধন্য অভিনেতা ছবি বিশ্বাস। আর ২০২৩ সালে ছবি বিশ্বাসের কাবুলি জুতোয় পা গলালেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সেই ছবির ট্রেলার। যা দেখে মিঠুন এবং পর্দার মিনি অনুমেঘা কাহালির অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন মহেশ ভাট। ‘কাবুলিওয়ালা তুমি কোথায় যাচ্ছ?’ এই লাইনটা ধাক্কা দিয়েছে তাঁর মনে। অনুমেঘার সুন্দর সাবলীল অভিনয় অবাক করেছে বলিউডের এই প্রবীণ পরিচালককে। ট্রেলারের প্রতিটি দৃশ্য তাঁর মন ছুঁয়ে গিয়েছে।
আরও পড়ুন: কবে মুক্তি পাচ্ছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’
অন্যদিকে, শর্মিলা ঠাকুরও কাবুলিওয়ালায় মিঠুনের অভিনয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ভীষণ ভালো লাগল। মিঠুন তো বরাবরের মতোই দারুণ। সিনেমার ফ্রেম, ল্যান্ডস্কেপ, মিউজিক সবটাই দুর্দান্ত। আমি এই ছবিটা দেখার জন্য অপেক্ষা করে রয়েছি। পুরনো কাবুলিয়ালা যেখানে ছবি বিশ্বাস অভিনয় করেছিলেন আর মিনির চরিত্রে ছিল আমার বোন টিঙ্কু। ও তো বাংলা ছবির হার্টথ্রব ছিল। আমার মনে হয় সুমন এই ছবিটাকে আজকের দিনের দর্শকের কথা ভেবেই তৈরি করেছে। টেকনিক্যালি অনেকটাই উন্নত হবে।
দেখুন আরও পড়ুন: