টোকিও অলিম্পিকে অভিষেকেই ব্রোঞ্জ জিতেছেন তিনি| অসমের প্রথম মহিলা বক্সার যিনি অলিম্পিকের মঞ্চে সফল হয়েছেন| মেরি কমের পরই এখম লভলিনা বরগোহাঁয়ের কথা সকলের মুখে| সেই সুবাদেই এবার সরাসরি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে লভলিনা| যোগ্যতা নির্ণায়ক পর্বে নামতে হবে না তাঁকে|
কয়েকদিন পরই মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে| তার আগে ২১ অক্টোবর হিসারে আয়োজিত হবে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ| এই প্রতিযোগিতায় যারা বিভিন্ন বিভাগে সোনা জিতবেন, তাদেরকেই এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বক্সিং ফেডারেশন|
সেখানেই আর নামতে হব না লভলিনাকে| অলিম্পিকে অভিষেকেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন লভলিনা বরগোহাঁ| ৬৯ কেজি বিভাগে প্রথম ভারতীয় মহিলা হিসাব পদক জিতেছন তিনি| তাই অসমের এই তারকাক জাতীয় চ্যাম্পিয়নশিপ জিত যোগ্যতা নির্ণয় করতে হবে না|
ফেডারেশন তাঁকে সরাসরি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছে| বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে তাঁকে প্রস্তুতির জন্য সময় দিতেই এমন সিদ্ধান্ত ফে়ডারেশন কর্তাদের| অসমের এই তারকা এবার সোনার লক্ষ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে নামবেন|