স্পোর্টস ডেস্ক: সাঙ্গ হল ২০২৪-২৫ মরসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League 2024-25)। লিভারপুল (Liverpool FC) চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগেই, রবিবার তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হল। দর্শকঠাসা অ্যানফিল্ড স্টেডিয়ামে উৎসবে মাতলেন মহম্মদ সালাহ (Mohammad Salah), ভার্জিল ভ্যান ডাইকরা। ২০১৯-২০ সালে চ্যাম্পিয়ন হলেও কোভিডের জেরে সমর্থকদের সঙ্গে উৎসব করতে পারেননি সালাহরা। এবার সেই আক্ষেপ মিটল।
আর্সেনালের (Arsenal) দ্বিতীয় স্থানও আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তিন থেকে সাত নম্বর পর্যন্ত স্পট নিয়ে আগ্রহ ছিল। এবার প্রথম পাঁচে থাকে দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে পারবে। তৃতীয় থেকে পঞ্চম স্থানে শেষ করল যথাক্রমে ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি এবং নিউকাসল। ষষ্ঠ স্থানে শেষ করল অ্যাস্টন ভিলা, তারা পরের মরসুমে ইউরোপা লিগে খেলতে পারবে। সাত নম্বরে শেষ করা নটিংহ্যাম ফরেস্ট কনফারেন্স লিগ খেলবে।
আরও পড়ুন: রোলাঁ গারোঁয় বিশেষ সম্মান, কোর্টে নাদালের পদচিহ্ন
রবিবার একই সময়ে ১০টি ম্যাচ ছিল। ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউয়ের মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা। শেষ ম্যাচে নিউকাসল এবং চেলসির মধ্যে একটা দল হারলে প্রথম পাঁচে ঢোকার সুযোগ ছিল ভিলার। নিউকাসল হেরেছে কিন্তু ভিলাও ০-২ ফলে হেরে গিয়েছে। গোলকিপার এমি মার্তিনেজ ভিলার হয়ে শেষ ম্যাচে লাল কার্ড দেখলেন। তবে উনাই এমেরি ভাগ্যকে দোষ দিতেই পারেন। ন্যায্য গোল থেকে বঞ্চিত করা হয়েছে তাঁর দলকে। রেফারির একটা ভুল সিদ্ধান্তের জেরেই চ্যাম্পিয়ন্স লিগে খেলা হল না ভিলার।
দেখুন অন্য খবর: