স্পোর্টস ডেস্ক: কেরিয়ারে ৮০০-র বেশি গোল করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। তার বেশিরভাগেই ছিল বিশুদ্ধ ম্যাজিক। কখনও চার-পাঁচজনকে কাটিয়ে নিখুঁত ফিনিশ, কখনও অবিশ্বাস্য ফ্রি-কিক, দেশ ও ক্লাবের জার্সিতে বার বার প্রতিপক্ষ এবং গোটা ফুটবল দুনিয়াকে সম্মোহিত করেছেন তিনি। কিন্তু এত গোলের মধ্যে আর্জেন্টাইন মহাতারকার নিজের ফেভারিট কোনটা জানেন?
এ এমন এক গোল যাতে না আছে ড্রিবলিং, না আছে বাঁ-পায়ের ইনসুইং। আসলে এই গোলে মেসির পায়ের জাদুই নেই, কারণ গোলটা তিনি করেছিলেন হেড দিয়ে।
২০০৯ সালের ২৭ মে, রোমে চলছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (UCL Final)। মুখোমুখি বার্সেলোনা এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Barcelona vs Man Utd)। তার আগের বছর চ্যাম্পিয়ন্স লিগ জেতা ম্যান ইউকে সেদিন ২-০ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। দ্বিতীয় গোলটি করেছিলেন মেসি, সেটাই তাঁর ফেভারিট। প্রসঙ্গত, এত বছরের কেরিয়ারে মাত্র ২০টি গোল হেড দিয়ে করেছেন মেসি।
আরও পড়ন: রিয়াল মাদ্রিদকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, “আমি এমন অনেক গোল করেছি যা হয়তো অনেক বেশি সুন্দর এবং পরিস্থিতির বিচারে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে হেডার আমার বরাবরের ফেভারিট।”
কীভাবে হয়েছিল গোলটা?
খেলার তখন ৭০ মিনিট প্রায়। বার্সেলোনা ১-০ এগিয়ে আছে। সমতা ফেরানোর তাগিদে আক্রমণে খেলোয়াড় বাড়াচ্ছে ম্যান ইউ। কাউন্টার অ্যাটাকে উঠে এসে বক্সে বল ভাসান জাভি হার্নান্দেজ। বক্সে ছিলেন মেসি এবং ম্যান ইউয়ের দুই ডিফেন্ডার রিও ফার্দিনান্দ এবং জন ও’শি। কিন্তু ডিফেন্ডাররা বলের নাগাল পেলেন না, মেসি লাফ দিয়ে বলে মাথা ছোঁয়ালেন, সেই বল বেলুনের মতো ভেসে জালে জড়িয়ে গেল। ম্যান ইউয়ের গোলরক্ষক এডউইন ভ্যান ডার সারের দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার উপায় ছিল না।
দেখুন অন্য খবর: