ডান পায়ে গোল করে রেকর্ড গড়েছেন৷ সেটা কি নেহাতই কাকতালীয় নাকি পেলের কটাক্ষের জবাব দিলেন এ এম টেন৷ তিনি মুখে কিছু বলেননি, কিন্তু বিশেষজ্ঞ থেকে মেসি ভক্তরা তো তেমনটাই মনে করছেন৷
বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে পেলের রেকর্ড ভেঙেছেন এল এম টেন৷ সাউথ আমেরিকায় দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন তিনি৷ ৭৯টি গোল করে পেলেকে টপকে গিয়েছেন৷ কিন্তু রেকর্ড গড়ার গোলটা করেন ডান পায়ে৷ মাঠে নেমেই হয়ত পেলেকে জবাবটা দিলেন মেসি৷
২০১৮ সালে মেসিকে কটাক্ষ করেছিলেন পেলে৷ মেসির সঙ্গে তাঁর তুলনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পেলে বলেছিলেন, ‘ মেসির যত দক্ষতা এক পায়ে৷ ভাল হেড করতে যেমন পারেননা তেমনই ফুটবল মাঠে দু পায়ের বদলে এক পায়ে খেলেন তিনি৷ এমন ফুটবলারের সঙ্গে আমার তুলনা না হওয়াই উচিৎ’৷
পেলের এই বক্তব্য ঘিরে মেসি তখনও চুপ ছিলেন৷ হয়ত প্রতিজ্ঞাটা মনে মনে করেছিলেন৷ সুযোগটা চেয়েছিলেন ব্রাজিলের মাঠে৷ কিন্তু পরিস্থিতির চাপে তা হয়নি৷ ঘরের মাঠেই টপকে গিয়েছেন পেলেকে৷ আর কিংবদন্তীর রেকর্ড ভাঙার গোলটাও করলেন ডান পায়ে৷ মুখে না বলে মাঠেই পেলেকে জবাব দিলেন এল এম টেন৷