বঙ্গ ক্রিকেটে প্রত্যাবর্তন লক্ষ্মীরতন শুক্লর| অনুর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের কোচ হলেন তিনি| শনিবারই তাঁর নাম ঘোষণা করা হয় সিএবির তরফে|
বাংলা ক্রিকেটের অধিনায়কত্বের ভার সামলেছেন দীর্ঘদিন| ক্রিকেটার হিসাবেও রয়েছে বহু সাফল্য| ভারতীয় দলেও খেলেছেন তিনি|
বাংলার অধিনায়কত্ব ছাড়ার পরই প্রথম শ্রেনীর ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্ল| এরপরই শুরু করেছিলেন জীবনের নতুন ইনিংস| রাজনীতির মঞ্চে পা রেখেছিলেন লক্ষ্মী|
বাংলা ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ সামলেছেন| কিন্তু বেশীদিন মাঠ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি তিনি| ফের মাঠে ফেরার জন্যই রাজনীতি ছাড়েন লক্ষ্মীরতন শুক্ল|
গুঞ্জনটা চলছিল বেশ কয়েকদিন ধরেই| শনিবার তাঁকে অনুর্ধ্ব-২৩ দলের কোচ হিসাবে নিযুক্ত করল সিএবি|
একইসঙ্গে বাংলা ক্রিকেট শিবিরেও একাধিক পরিবর্তন করল সিএবি| অরুণলাল কোচ থাকলেও, বদলে গেল তাঁর সহকারী কোচ| স্পিন বোলিং বিশেষজ্ঞের পাশাপাশি সৌরাশিস লাহিড়িকে নিযুক্ত করা হয়েছে সহকারী কোচ হিসাবে|
রণদেব বসুর পরিূবর্তে দলের পেস বোলিং কোচ এখন শিবশঙ্কর পাল| গোটা দল নিয়ে এখন শুধু প্রস্তুতিতে নামার অপেক্ষা|