কলম্বো: টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন লসিথ মালিঙ্গা| শ্রীলঙ্কার হয়ে ফের টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দেখতে পাওয়ার সমস্ত সম্ভাবনা শেষ| মঙ্গলবারই সব ধরণের ক্রিকেটকে কার্যত বিদায় জানালেন শ্রীলঙ্কার স্পীডস্টার তথা ইয়র্কের মাস্টার|
২০১১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি| যদিও শ্রীলঙ্কার হয়ে একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টিতে খেলে গিয়েছেন| উইকেটও পেয়েছেন| সাফল্যের সঙ্গে খেলেছেন আইপিএলেও|
আর বাইশগজে দেখা যাবে না এসলিঙ্গাকে| ২০২১ সালের আইপিএল নিলামের আগেই একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন| এরপরই অবশ্য তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স| কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট খেলার ব্যপারে কোনও সিদ্ধান্ত তখনও নিতে পারেননি মালিঙ্গা|
যদিও শ্রীলঙ্কা টি টোয়েন্টি দলেও অবশ্য তাঁকে আর দেখা যায়নি এরপর থেকে| কিন্তু কয়েকদিন আগে থেকেই ফের মালিঙ্গাকে দলে ফেরানোর তোরজোড় শুরু করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড|
বিশেষকরে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ| এমন পরিস্থিতিতে দলে মালিঙ্গার মতো অভিজ্ঞ ক্রিকেটারকে ফে্রাতো উদ্যোগী হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কর্তারা| কথাবার্তাও শুরু হয়েছিল তাঁর সঙ্গে| কিন্তু শেষপর্যন্ত আর হয়ত মাঠে ফিরতে রাজি নন লসিথ মালিঙ্গা|
টি টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার বহু ম্যাচ জয়ের নায়ক তিনি| তাঁর ইয়র্কারের সামনে বিধ্বস্ত হয়েছে তাবড় তাবড় ব্যাটসম্যানরা|
দেশের হয়ে ৮৩টি টি টোয়েন্টি ম্যাচে মালিঙ্গার রয়েছে ১০৭টি উইকেট| দুবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে তাঁর| সেরা পারফরম্যান্স ৬ রানে পাঁচ উইকেট নেওয়া| আইপিএলেও নজরকাড়া পারফরম্যান্স এই শ্রীলঙ্কান স্পীডস্টারের|
১২২টি ম্যাচে রয়েছে ১৭০টি উইকেট| ইকনমি রেট ৭.১৪| বিধ্বংসী মালিঙ্গাকে আর কখনও দেখা যাবে না বাইশ গজে| মঙ্গলবার প্রাক্তনদের তালিকায় নতুন সংযোজন লসিথ মালিঙ্গার নাম|