কলকাতা: দু দলের অনুরোধে একমাস পিছিয়ে গেল কলকাতা লিগ ফাইনাল| ১৮ অক্টোবর নয়, কলকাতা লিগের ফাইনালে রেলওয়ে এফসির বিরুদ্ধে ১৮ নভেম্বর মাঠে নামবে মহমেডান| কল্যাণীতে নয়, খেলা হবে এবার যুবভারতী স্টেডিয়ামে|
পুজোর মধ্যেই কলকাতা লিগ শেষ করত চেয়েছিল আইএফএ| কিন্তু সমস্যা দেখা দিয়েছিল ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা নিয়| এবারের কলকাতা লিগের নক আউট পর্ব থেকে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল|
কিন্তু উত্সবের সময় দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলার যথাযত নিরাপত্তা দিতে পারবে না পুলিশ| জানিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছিল আইএফএকে| এরপরই দর্শকহীন গ্যলারীতে ম্যাচ করার সিদ্ধান্ত নেন আইএফএ কর্তারা| দর্শকহীন মাঠেই সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছয় সাদা-কালো ব্রিগেড|
এরপরই ১৮ অক্টোবর মাঠে নামার কথা ছিল মহমেডানের| কিন্তু ফাইনালটা তারা যুবভারতী স্টেডিয়ামে দর্শকের সামনেই খেলতে চায়| একই কথা জানিয়েছিল রেলওয়ে এফসিও| এরপরই আইএফএ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন দুই ক্লাবের কর্তারা| সেখানেই সিদ্ধান্ত হয় ফাইনাল একমাস পিছিয়ে দেওয়ার|
যুবভারতী স্টেডিয়ামে ফাইনাল করার অনুমতিও পেয়ে গিয়েছে আইএফএ| ১৮ নভেম্বর রেলওয়ে এফসির বিরুদ্ধে নামবে তারা| ৪০ বছরের খরা কাটে কিনা সেটাই এখন দেখার|