কলম্বো: প্রত্যাবর্তনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য শতরান করেছিলেন কে এল রাহুল (KL Rahul)। পরের দিনই শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছেন ৩৯। যে পিচে স্পিনারদের বিরুদ্ধে সবাই হাবুডুবু খাচ্ছিলেন সেখানে রাহুল অনায়াসে স্পিন খেললেন। চার নম্বর স্পটে তাঁর জায়গা পাকা। একই সঙ্গে দুই ম্যাচেই ঈশান কিষাণ (Ishan Kishan) থাকা সত্ত্বেও উইকেটকিপিং করেছেন তিনি। তা দেখেই প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলছেন, বিশ্বকাপে দস্তানা হাতে দাঁড়াবেন রাহুলই। গম্ভীর এও বলেন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম থেকেই রাহুলকে দিয়ে কিপিং করাতে চেয়েছে।
গম্ভীর বলেন, “আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এটা স্পষ্ট করে দিয়েছে যে বিশ্বকাপে উইকেটকিপিং করবে কে এল রাহুল। যদি ঈশান কিষাণকে নিয়ে পরিকল্পনা থাকত তাহলে ও-ই কিপিং করত কারণ ওই প্রধান উইকেটকিপার। কিন্তু শেষ দুই ম্যাচে কিপিং করেছে রাহুল।”
আরও পড়ুন: গোড়ালি মচকে মাঠ ছেড়েছিলেন বুমরা, এখন কেমন আছেন জেনে নিন
চোট সারিয়ে ফিরে আসা রাহুলকে কিন্তু উইকেটের পিছনে স্বচ্ছন্দই দেখিয়েছে। বেশ কিছু ভালো ক্যাচ ধরেছেন তিনি, স্টাম্পিংও করেছেন। তবে রাহুল চার নম্বরে ব্যাট করায় পাঁচ নম্বর জায়গাটা খালি হয়ে আছে। সেখানে কে খেলতে পারেন তা নিয়েও মন্তব্য করেছেন গম্ভীর। তিনি দু’ তিন রকম সম্ভাবনার উল্লেখ করেছেন।
গম্ভীর বলেন, “শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) খেলতে পারে। সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav) খেলানো হলে তাকে সাতে নামানো হতে পারে এবং সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) কিংবা রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) পাঁচে পাঠানো হতে পারে। চার নম্বর স্পটটা দখল করে ফেলেছে রাহুল, এটা পরিষ্কার। উইকেটকিপার-ব্যাটার হিসেবে রাহুলের উপর ভরসা করেছে টিম ম্যানেজমেন্ট এটা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো। ও-ই চার নম্বরে ব্যাট করবে।”