শেষ চারে পৌঁছনোর রাস্তাটা কঠিন হলেও, সম্ভাবনা এখনও আছে| সাতটির মধ্যে অন্তত ছটি ম্যাচে জিততেই হবে তাদের| সেই কঠিন কাজকে সম্ভব করার লক্ষ্যেই প্রস্তুতি সারছে কলকাতা নাইট রাইডার্স| নাইটদের পাখির চোখ এখন ৬ ম্যাচ থেকে ১২ পয়েন্ট তোলা|
গতবারের আইপিএলে সংযুক্ত আরব আমীরশাহীর মাটিতে অল্পের জন্য প্লে অফের সুযোগ হাতছাড়া হয়েছিল নাইটদের| এবারও অবস্থা যে খুব একটা ভাল তা নয়| মাত্র দু ম্যাচ জিতে লিগ টেবিলে সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স|
সদ্য কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলনে যোগ দেওয়া দীনেশ কার্তিক অবশ্য এসব নিয়ে খুব একটা চিন্তা করছেন না| করোনার জন্য মাঝপথে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল| ১৯ সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে আইপিএল|
নাইটদর অনুশীলনে দীনেশ কার্তিক| সৌ: কেকেআর
মাঝে বেশ কিছুদিন সময় পেয়ে গিয়েছে তারা| ভুল শুধরে এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এখন নাইটদের সামনে| ২০ সেপ্টেম্বর প্রথম মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স| প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু| সেই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করবে কলকাতার নাইট বাহিনী|