দুবাই: ২০১৪ সালে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল নাইট রাইডার্স| এবারও সেই একই জায়গায় কলকাতার নাইটরা| প্রথম পর্ব এখন অতীত| ক্রিকেটারদের জয়ের খিদে এবং ফিটনেসই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আত্মবিশ্বাস যোগাচ্ছে নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যানকে|
সোমবার আইপিএলের দ্বিতীয় পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স| প্রথম পর্বের সাক্ষাতের স্মৃতিটা একেবারেই ভাল নয় তাদের| নাইট বাহিনীর বোলিংয়কে বিধ্বস্ত করে রানের পাহাড় তৈরি করেছিলেন বিরাট কোহলিরা|
লড়াইটা করলেও জিততে মর্গ্যানরা জিততে পারেনি সেবার| যদিও দ্বিতীয় পর্বের ম্যাচে নামার আগ সেসব মনে রাখতে চাইছে না নাইট রাইডার্স| দলের ক্রিকেটাররা ফর্মে রয়েছেন| বিশেষত সিপিএলে দুরন্ত ছন্দে ছিলেন রাসেল এবং সুনীল নারিন| এমন পরিস্থিতিতে যাত্রা শুরুর পথে যা স্বভাবতই স্বস্তি দিচ্ছে নাইট টিম ম্যানেজমেন্টকে|
গতবার এই সংযুক্ত আরব আমিরশাহীতে অল্পের জন্য প্ল অফের জায়হগা ফস্কে গিয়েছিল নাইট রাইডার্সের| এবারও লড়াইটা যথেষ্ট কঠিন| যদিও ভয় পাচ্ছে না নাইটরা|
বেঙ্গালুরুর বিরুদ্ধে বিরাটদের আটকানোর ছক কষতে স্পিন অস্ত্রের ওপরই খানিকটা জোড় দিচ্ছে নাইট অধিনায়ক| আরব আমিরশাহীর পিচে বরুণ চক্রবর্তী এবং নারিনকে কাজে লাগাতে মরিয়া নাইট টিম ম্যানেজমেন্ট|
ম্যাচ শুরুর আগে মর্গ্যান জানান, ‘সিপিএলে দুরন্ত ছন্দে ছিলেন সুনীল নারিন| বরুণ চক্রবর্তী গতবার এবং প্রথম পর্বেও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন| এই দুই স্পিন জুটিই আত্মবিশ্বাস যোগাচ্ছে’|
বিরাটদের শিবিরে রয়েছে তাবড় তাবড় নাম| রয়েছেন ডেভিলিয়র্স, বিরাট নিজে| তাই বোলারদের ওপরই যে দায়িত্ব খানিকটা বেশি থাকবে তা বলাই বাহুল্য| সেভাবেই চলছে দল গঠনের কাজও| একইসঙ্গে দলের ওপেনিং কম্বিনেশনের ওপরও জোর দেওয়া হচ্ছে|
গত পর্বে ওপেনিং পার্টনারশিপ তেনভাবে জ্বলে উঠতে পারেনি| বিরাটদের বিরুদ্ধে শুরুতেই তাদের থেকে একটা বিধ্বংসী পারফরম্যান্স চাইছে নাইট শিবির|
আপাতত প্রথম পর্বের সব ভুলে জয় দিয়ে যাত্রা শুরু করতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স|