আইপিএলে দীর্ঘদিন পর মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের দেখা পেল নাইট রাইডার্স। আর জয়টাও মিললো বড় ব্যবধানে।এটি কেকেআরের চলতি আইপিএলের-পার্ট টু’তে টানা দ্বিতীয় জয়। গতকাল বৃহস্পতিবার আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রোহিত শর্মার দলকে কলকাতা হারিয়েছে ৭ উইকেটে। মুম্বইয়ের ১৫৬ রানের লক্ষ্য কিং খানের দল টপকে যায় ২৯ বল বাকি রেখেই।
আইপিএলে দীর্ঘদিন পর মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের স্বাদ পেল নাইট রাইডার্স। আর জয়টাও মিললো বড় ব্যবধান।এটি কেকেআরের চলতি আইপিএলের- পার্ট টু’তে টানা দ্বিতীয় জয়। গতকাল বৃহস্পতিবার আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রোহিত শর্মার দলকে কলকাতা হারিয়েছে ৭ উইকেটে। মুম্বইয়ের ১৫৬ রানের লক্ষ্য কিং খানের দল টপকে যায় ২৯ বল হাতে রেখেই।
আরও পড়ুন: মরু শহরে রাহুল-ভেঙ্কটেশ ঝড়, মুম্বইকে হারিয়ে চার নম্বরে নাইটরা
এমন জয়ের আনন্দের মাঝেও কেকেআরের জন্য রয়ে গেছে একটি দুঃসংবাদ। স্লো ওভার রেটের ফাঁদে পড়ে ২৪ লাখ টাকা আর্থিক জরিমানা গচ্ছা দিতে হচ্ছে কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যানকে। শুধু নেতারই নয়, কলকাতা একাদশের অন্যদেরও ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে।
আইপিএলের প্লেয়িংকন্ডিশন অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য এক ম্যাচে অধিনায়কের জরিমানা করা হয় ১২ লাখ টাকা। তবে মরগ্যানকে গুনতে হচ্ছে ২৪ লাখ টাকা। কারণ একই মরশুমে দ্বিতীয়বার এমন কাণ্ড ঘটিয়েছেন ব্রিটিশ দলনেতাটি। তাই এবার প্রথমবারের জরিমানার দ্বিগুণ অর্থাৎ ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে মরগ্যানকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে নির্ধারিত ২০ ওভার সমাপ্তির জন্য ইনিংসের মাঝে দুটি বিরতি সমেত- মোট ৯০ মিনিট সময় ধার্য্য থাকে। এর বাইরে আরও ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত সময় নিয়ে নিলে আপত্তি করেন না রেফারি। কিন্তু মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে ২০ ওভার শেষ করতে কলকাতার সময় লেগেছে প্রায় ১১৫ মিনিট। অর্থাৎ বাড়তি ২৫ মিনিট!
KKR skipper Morgan fined Rs 24 lakh; others fined Rs 6 lakh each @kkr @Eoin16 @IPL #morgan #ipl #kkr #MIvsKKR #KKRvsMI #gambhir #T20WorldCup2007 #T20WorldCup #VenkateshIyer #iyer #AUSvsIND #indvsaus
READ▶️▶️https://t.co/nxj6Msid5w pic.twitter.com/PNZ9lcKWCd
— Jhalak.com (@JhalakPortal) September 24, 2021
এদিকে, আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অনায়াসে হারিয়ে দেওয়া কলকাতার জন্য মুম্বাই বরাবরই কঠিন প্রতিপক্ষ। ফলে এই ম্যাচের দিকে ছিল বাড়তি নজর। তবে এই ম্যাচেও খেলেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও তাতে খেলার ফলাফলে তেমন কোনো প্রভাব পড়েনি। শুরুতে ফিল্ডিংয়ে নেমে মুম্বাইকে বড় সংগ্রহ পেতে দেননি লোকি ফার্গুসন-সুনিল নারাইনরা। পরে ব্যাট হাতে কলকাতার জয়ের দুই নায়ক ভেঙ্কটেশ আইয়ার এবং রাহুল ত্রিপাঠী।
এবার আইপিএলের নিলামে ২০ লাখ টাকা দিয়ে আইয়ারকে কিনেছিল কলকাতা। আরবে এই দ্বিতীয় পর্বে এই তরুণ দারুণ খেললো। আগের ম্যাচে কোহলিদের বিপক্ষে ৪১ রান করেছিলেন। আর মুম্বইয়ের বিপক্ষে ৫৩ রান করে দলের জয়ে নিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর রাহুল ত্রিপাঠী খেললেন ৪২ বলে অপরাজিত ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে দলের জয় নিশ্চিত হয়ে যায়। টানা দুই জয়ের পর পয়েন্ট টেবিলে কলকাতার অবস্থানে এখন চারে। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।
ছবি:সৌ -টুইটার।