দুবাই: আইপিএলের দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়াতে হলে এখন অসম্ভব কিছু একটা করে দেখাতে হবে কলকাতা নাইটরাইডার্সকে| প্লে অফে পৌঁছনোর সেই অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে ভয়হীন ক্রিকেট খেলারই পরামর্শ নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালামের|
ক্রিকেট জীবনে বিশ্বের অন্যতম বিধ্বংসী ক্রিকেটারের তকমা ছিল ম্যাকালামের গায়ে| সেই ম্যাকালামই এখন নাইটরাইডার্সের কোচ| তাঁর হাত ধরে নাইটদের পথ চলাটা খুব একটা ভাল হয়নি বললেই চলে| তাই মাঠে নামার আগে দলের আত্মবিশ্বাস বাড়াতেই মরিয়া তিনি|
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে নাইটদের সোশ্যাল সাইটে ম্যাকালামের বার্তা| তিনি জানিয়েছেন, ‘পুরো মরসুমে দলের পারফরম্যান্স বিচার করতে গিয়ে একটা জিনিসই বুঝতে পেরেছি যে কোনও একটা ভয়ের কারণে বারবার ক্রিকেটাররা পিছিয়ে পড়েছে| তাই তো শুরু থেকেই ক্রিকেটারদের বলেছি, মাঠে নেমে নিজেদের খেলাটা উপভোগ করার চেষ্টা কর| তাতেই সাফল্য আসবে’|
https://twitter.com/KKRiders/status/1437707316204236802
একইসঙ্গে তিনি এও জানান যে, ‘ক্রিকেটারদের চিন্তাভাবনা বোঝার ক্ষেত্রেও আমার বেশকিছু অসুবিধা হয়েছিল| সেটা কাটিয়ে ওঠাও একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে| ক্রিকেটারদের কাছেও অবশ্য এটা চ্যালেঞ্জের’|
আইপিএলের প্রথম পর্বে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স| মাত্র ২ টো ম্যাচ জিততে পেরেছে ইয়ন মর্গ্যানের দল| পয়েন্ট টেবিলে নাইটরা রয়েছে এখন ৭ নম্বরে|
যেখান থেকে ঘুরে দাঁড়ানোটা বড় চ্যালেঞ্জ| গত পর্বে মর্গ্যান ব্যর্থ| ঝোরো ইনিংস খেলতে ব্যর্থ আন্দ্রে রাসেলও| সেটা যেমন চিন্তায় রাখছে দলকে, তেমনই পয়েন্টের চাপটাও তো রয়েছে| আর দ্বিতীয় পর্বের শুরুতেই নাইট রাইডার্সের সামনে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স|
যদিও ম্যাকালাম অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ| ক্রিকেটারদের ব্যক্তিগত চ্যালেঞ্জ যতটা বাড়বে, মাঠে সাফল্যও তত তাড়াতাড়ি আসবে| এরমভাবেই চলছে এবারের প্রস্তুতি|
২০ সেপ্টেম্বর নাইট রাইডার্সের মাঠে নামার পরই বোঝা যাবে সবটা| আর তো ছদিনের অপেক্ষা| সেদিকেই তাকিয়ে সকলে|