কলকাতা: আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হয়েছে কলকাতার সিনে উৎসব। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (29th Kolkata International Film Festival)। চলবে ১২ তারিখ পর্যন্ত। প্রতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলো করে থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান-সহ বিশিষ্টজনেরা। তবে এবছর চলচ্চিত্র উৎসবে থাকতে পারছেন না অমিতাভ-শাহরুখেরা। এবার অতিথি হয়ে আসছেন সলমন খান, কমল হাসন ও সোনাক্ষী সিনহা।
সম্প্রতি মুম্বই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিগ বি এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। তখন জানা গিয়েছিল, অমিতাভ বচ্চনলে আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন অমিতাভ। তবে এখন জানা যাচ্ছে, আসতে পারছেন না অভিনেতা। শারীরিক অসুস্থতার কারণেই নাকি তিনি এবার আসতে পারছেন না বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: প্রকাশ্যে ‘সিংহম এগেইন’-এ অজয়ের প্রথম লুক
অন্য দিকে, শাহরুখ খান ব্যস্ত তাঁর মেয়ে সুহানা খানের বলিউড অভিষেক নিয়ে। সে কারণে দেখা যাবে না ‘কিং খান’কেও। এ বার অবশ্য সেই শূন্যস্থান পূরণ করতে আসছেন বলিউডের ভাইজান। শোনা যাচ্ছে, অভিতাভ না আসলেও তাঁর স্ত্রী জয়া বচ্চন আসতে পারেন ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
দেখুন আরও অন্য খবর