ওয়েব ডেস্ক: ১৯ ডিসেম্বর, ২০১৬- চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ‘ট্রিপল সেঞ্চুরি’ হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। বীরেন্দ্র শেহওয়াগের পর তিনিই ছিলেন দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান, যাঁর ব্যাটে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ত্রিশতরান এসেছিল। অনেকেই বলেছিলেন, ভারতীয় টেস্ট দলের (India Test Team) মিডল অর্ডারের পরবর্তী ‘ওয়াল’ হতে চলেছেন করুণ।
কিন্তু মাত্র ছ’টি টেস্ট খেলার পরেই নায়ারের সেই স্বপ্নসফরে ইতি পড়ে। ২০১৭ সালের মার্চ মাসে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল করুণকে। তারপর থেকে টানা আট বছর ভারতীয় দলের দরজা খোলেনি তাঁর সামনে। কিন্তু কথাতেই আছে, যোগ্যরা কখনও শুধুমাত্র সুযোগের অভাবে আটকে থাকতে পারেনা। তাই এবার ইংল্যান্ড সফরের (India Vs England) জন্য ১৮ জনের যে ভারতীয় দল ঘোষিত হল, তাতে জ্বলজ্বল করে উঠল করুণ নায়ারের নাম।
আরও পড়ুন: অধিনায়ক গিল, ইংল্যান্ড সফরের দলে কারা সুযোগ পেলেন?
তবে শুধুমাত্র ভাগ্যের জোরে নতুন করে সুযোগ পেলেন না করুণ, এর জন্য তিনি নিজেকে বারবার প্রমাণ করে এসেছেন ডোমেস্টিক ক্রিকেটে। কর্নাটক ছেড়ে বিদর্ভের দলে রঞ্জি খেলেন তিনি। সেখানে যেন নিজেকে উজাড় করে দেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও চূড়ান্ত সফল তিনি। গোটা সিজনে ৫৩ গড়ে ৮৫৩ রান করেন করুণ। শুধু লাল বল নয়, সমানভাবে সাদা বলে ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এদিকে ভারতীয় টেস্ট দল থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জোড়া অবসরের পর দলের মিডল অর্ডার নিয়ে চিন্তায় ছিলেন নির্বাচকরা (BCCI)। অন্যদিকে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ভরাডুবির পর ইংল্যান্ড সফরে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও ছিল ভারতের সামনে। তাই এই কঠিন পরিস্থিতিতে অভিজ্ঞ করুণ নায়ারকে দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা হিসেবে বেছে নিলেন অজিত আগরকররা।
দেখুন আরও খবর: