মনস্টার থ্রো| প্রথম ভারতীয় মহিলা হিসাবে ডিস্কাস থ্রোর ফাইনালে পৌঁছনের পর সোশ্যাল সাইট জুড়ে কমলপ্রীতের থ্রোকে এই নামেই ডাকছে সকলে| ৬৪ মিটার দুরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে পৌঁছেলেন তিনি|
অভিজ্ঞ সীমা পুনিয়া যোগ্যতা অর্জন পর্ব পেরোতে পারেননি| ভরসা ছিল প্রথমবার অলম্পিকের মঞ্চে নামা কমলপ্রীত কৌরের দিকে|
তাঁর হাত ধরেই প্রথম সাফল্য এল| তিন রাউন্ডের লড়াইয়ের অন্তিম পর্বেই ৬৪ মিটার স্কোর| তাতেই সরাসরি ফাইনালের ছাড়পত্র যোগার করে নেন তিনি| গ্রুপ এ ও গ্রুপ বি মিলিয়ে দ্বিতীয় অ্যাথলিট হিসবে ৬৪ মিটারের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি|
১২ জন ফাইনালিস্টের মধ্যে কমলপ্রীতের স্থান দুই নম্বরে| তাঁর ওপরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিসকাস থ্রোয়ার| ডিসকাসে ভারতের পদক আসে কিনা সেদিকেই তাকিয়ে সকলে|