এএফসি কাপে জনি কাউকোকে পাচ্ছে না এটিকে-মোহনবাগান| দলে নেই প্রবীর দাস, সন্দেশ ঝিঙ্গানও| শনিবার ২১ সদস্যের দল ঘোষণা সবুজ-মেরুন ব্রিগেডের| তিন তারকা ফুটবলারকে ছাড়াই মলদ্বীপে পৌঁছল মোহনবাগান|
প্রাক মরসুম শিবিরে প্রস্তুতিটা ভালই হয়েছিল তাঁর| দলের সঙ্গে মানিয়েও নিয়েছিলেন| কিন্তু শেষ মুহূর্তে কাউকোকে ছাড়াই দল গঠন করতে হল আন্তোনিও লোপেজ হাবাস| চোট নয়, জাতীয় শিবিরে ডাক পেয়েছেন সদ্য ইউরো কাপ খেলে আসা তারকা জনি কাউকো| সেজন্যই দেশে ফিরে যাচ্ছেন তিনি|
অন্যদিকে এখনও পুরোপুরি সুস্থ নন প্রবীর দাস| প্রথম দিন প্রাক মরসুমে এলেও, মেডিক্যাল টেস্টের পর তাঁকে বিশ্রামেরই পরামর্শ দিয়েছেন চিকিতসকরা| কাউকোকে পেলে যে মাঝমাঠটা আরও শক্তিশালী হত তা বলার অপেক্ষা রাখে না| সেইসঙ্গে প্রবীরের অনুপস্থিতিও হাবাসের মাঝমাঠ সাজানোর কাজটা খানিকটা হলেও হয়ত কঠিন করে দিল|
অন্যদিকে এবার শুরু থেকেই জল্পনা চলছিল সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে| শোনাযাচ্ছিল বিদেশের ক্লাবে যেতে পারেন তিনি| তাঁর প্রাক মরসুমে যোগ না দেওয়ার ঘটনায় যা আরও জোরালো হয়|
সরকারীভাবে এখনও পর্যন্ত কিছু জানানো না হলেও, তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছেন আন্তোনিও লোপেজ হাবাস| এএফসি কাপে প্রীতম, প্রণয় এবং আশুতোষ মেহতারাই সবুজ-মেরুন রক্ষণের প্রধান অস্ত্র হতে চলেছে হাবাসের|
শনিবার সকালেই এগারোটা নাগাদ মলদ্বীপে পৌঁছেছে এটিকে-মোহনবাগান শিবির| হোটেলে বায়োবাবলের মধ্যে রয়েছেন সকলে| এদিন আর অনুশীলনে নামেননি সবুজ-মেরুন ফুটবলাররা| রবিবার থেকে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়বে এটিকে-মোহনবাগান শিবির|