স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার কোয়ালিফায়ার ১-এ (Qualifier 1) মুখোমুখি পাঞ্জাব কিংস (PBKS) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। যে দলই হারুক, তারা ফাইনালে যাওয়ার আরও একটা সুযোগ পাবে। পাঞ্জাব আগেই কোয়ালিফায়ার ১-এ উঠে গিয়েছিল, মঙ্গলবার এলএসজিকে (LSG) হারিয়ে সেই জায়গায় পৌঁছেছে আরসিবি। এই জয়ের নায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma), ৩৩ বলে অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংসের সৌজন্যেই গড়েছেন অনন্য রেকর্ড।
মঙ্গলবার জিতেশ যখন ব্যাট করতে নামেন, আরসিবি তখন ১১.২ ওভারে চার উইকেট হারিয়ে ১২৩ রান করেছে। জিততে হলে আরও ১০৫ রান করতে হবে। ক্রিজে ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), যিনি এ মরসুমে প্রথম একাদশে নিয়মিত নন। এখান থেকে দুজনে খেলা ঘোরান, তবে অগ্রণী ভূমিকা নেন জিতেশ। তাঁর ৮৫ রানের ইনিংসে ছিল আটটা চার এবং ছ’টা ছয়। এই ইনিংসের সাহায্যেই আইপিএলের ইতিহাসের তিন মহারথী এম এস ধোনি (MS Dhoni), আন্দ্রে রাসেল (Andre Russell) এবং কায়রন পোলার্ডের (Kieron Pollard) যুগ্ম রেকর্ড ভেঙেছেন জিতেশ।
আরও পড়ুন: বার্সার সঙ্গে আরও ছ’ বছরের চুক্তি লামিনে ইয়ামালের
জিতেশের ৮৫* সফল রান চেজে ছয় কিংবা তার নীচে নামা কোনও ব্যাটারের ক্ষেত্রে রেকর্ড। এর আগে ধোনি ৩৪ বলে অপরাজিত ৭০, রাসেল ৩১ বলে ৭০ এবং পোলার্ড ৪৭ বলে ৭০ করেছিলেন। ডোয়েন ব্র্যাভোর ৩০ বলে ৬৮ ছিল এদের পিছনেই। কিন্তু জিতেশ সবাইকে টপকে গিয়েছেন।
তবে জিতেশ মোক্ষম সময়ে আউট হয়ে গিয়েছিলেন। তাঁকে মানকাডিং করেন দিগ্বেশ রাঠি। সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়। এর মধ্যে এলএসজি অধিনায়ক পন্থ মাঠের আম্পায়ারকে জানান, তিনি আবেদন ফিরিয়ে নিচ্ছেন। তাই জায়ান্ট স্ক্রিনে জিতেশকে ‘নট আউট’ দেখানো হয়।
দেখুন অন্য খবর: